গল্প জ্বিনের সংসার
পর্ব__ ০১
#লেখক__মোঃ__নিশাদ
নতুন একটা কবর থেকে চিৎকারের আওয়াজ আসছে,, কে চিৎকার করছে জানেন,, চিৎকার করছে আমাদের এই গল্পর নায়িকা,, জান্নাত।
___আপনারা হয়তো ভাবছেন, জান্নাত কেনো কবরের ভিতর থেকে চিৎকার করছে,, শুনুন তাহলে _____
____বেশ কিছুক্ষন আগে জান্নাতের কবর হইছে,, সবাই ভাবছে জান্নাত মারা গেছেন,, কিন্তু জান্নাত তো মারা যায়নি ও বেঁচে আছে ||
নতুন কবর ভেঙে উঠে দাঁড়িয়ে অন্ধকারে জান্নাত নিজেকে আবিস্কার করলো সে সাদা কাপড়ে মুড়ানো কবরের ভিতরে দাঁড়িয়ে আছে।
____অন্ধকার রাত,, সাদা কাপড়ে,, কবরস্থানে জান্নাত নিজে নিজেকে দেখে বিশ্বাস করছেনা। এটা স্বপ্ন নাকি সত্যি।
ভয়ে শরীলের লোম দাঁড়িয়ে গেলো। বুকের মধ্যে হার্টবিটটা যেনো বেড়িয়ে আসবে বুক চিড়ে।
___জান্নাত মনে মনে ভাবলো, আসলেই কি সে মারা গেছে,, এই ভেবে হাতের মধ্যে চিমটি কেঁটে বুঝতে পারলো না সে বেঁচে আছে,, কিন্তু সে কবরস্থানে কেন, সে তো শুয়ে ছিলো নিজের রুমে ||
এমন অবস্থায় পাশে ঝোপের আড়াল থেকে বেড়িয়ে এলো দু তিনটে শেয়াল। শেয়াল দুটো ওর দিকে আসছে ||
এই অবস্থায় সামন পিছন না ভেবে জান্নাত কবর থেকে উঠে একটা দৌড় দিলেন বাড়ির দিকে ||
এদিকে পিছন থেকে শেয়াল গুলো পিছু ছাঁড়ছেনা। পরিস্থিতি খারাপ দেখে জান্নাত সামনে থাকা একটা বাড়িতে ঢুকে পড়েন।
বাড়িতে ঢুকে দরজায় ঠকঠক করে আওয়াজ করেন জান্নাত আর বলতে থাকেন, কেউ কি আছেন দয়া করে দরজা খুঁলুন ||
জান্নাতের ডাকে একজন মধ্যে বয়স্ক মহিলা দরজা খুঁলে জান্নাতের দিকে তাকিয়ে প্রচন্ড একটা চিৎকার দিয়ে জ্ঞান হাড়িয়ে পড়ে গেলেন।
ওনি জ্ঞান হাড়িয়ে মাটিতে পড়ায়, জান্নাত বুঝতে পারলেন ওকে দেখে ভয়ে ওনি জ্ঞান হাড়িয়েছেন।
এদিকে মহিলার চিৎকারে সেখানে থাকা শেয়াল গুলো পালিয়ে যায়।
____জান্নাত বুঝতে পারেন, সেখানে আর থাকা ঠিক হবেনা। তাই সে বাড়ির দিকে রওনা করেন।
রাত বারোটা কি একটা হবে। রাস্তায় একটা মানুষ ও নেই। জান্নাত একা একা হাঁটছে,, কিন্তু ওর মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে কেউ আছে ওর পিছনে।
জান্নাত আচমকা পিছনে ঘুরে তাকান,, পিছনে ঘুরতেই সে কিছুই দেখতে পাননা৷ মনের ভুল ভেবে আবারো হাঁটতে লাগলেন।
____এমনিতেই শরীলে পড়ানো সাদা কাফনের কাফন। সবাই ভাবছে আমি মারা গেছি,, এসব ভাবতে ভাবতে জান্নাত তার বাড়ির কাছে চলে আসলেন।
____বাড়ির কাছে আসতেই জান্নাত বুঝতে পারলেন,, তার মা বাবা কান্না করছে। বাড়ির যুবতী মেয়েকে হাড়িয়ে কোন মা বাবা ভালো থাকব বলেন। ____
অনেক টেনশন হচ্ছে জান্নাতের সে কি করবে এখন। সবাই জানে ও মৃত। কিন্তু সে তো আসলে মরেনি।
যা হবার হবে এই ভেবে বাড়ির ভিতরে গিয়ে জান্নাত ওর মা_কে ডাক দিলেন,, মা ও মা দরজা খুঁলো আমি জান্নাত তোমার মেয়ে।
____জান্নাতের ডাকে ওর মা কান্না থামিয়ে জান্নাতের বাবাকে বললেন, আমার মেয়ে, আমাকে ডাকলো জান্নাতের বাবা তুমি শুনতে পেরেছো কিছু।
জান্নাতের মায়ের কথায় ওর বাবা বললেন, আমাদের মেয়ে আর ফিরে আসবেনা ও মারা গেছে এটা হয়তো তোমার মনের ভুল।
এদিকে ঠিক সেই সময় জান্নাত আবারো বলে উঠলেন মা আমি জান্নাত দরজা খুঁলো।
দ্বিতীয়বার মেয়ের ডাক শুনে জান্নাতের মা বিছানা থেকে উঠে দরজা খুঁলে দিলেন। দরজা খুঁলতেই ওর মা ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হাড়িয়ে মাটিতে পড়ে গেলেন। _____
এদিকে তখনো বাড়িতে আত্মীয় স্বজনরা সবাই ছিলেন। জান্নাতের মায়ের চিৎকারে সবাই তাঁরাহুড়ো করে দরজা খুঁলে বাইরে চলে আসেন।
____বাইরে এসে সবাই দেখে সাদা কাফনে মুড়ানো জান্নাত দাঁড়িয়ে আছে৷ এটা কি করে হতে পারে, বেশ কিছুক্ষন আগে যাকে মাটি দিয়ে আসা হলো সে কি করে বাড়িতে ফিরে আসলো।
এদিকে অনেকে তখন ভয়ে ভূত ভূত বলে চিৎকার করতে লাগলো। ______
তারপর_____
Next____
Post a Comment