গল্পঃ রোমান্টিক সিনিয়র আপু যখন হবু বউ পর্ব ০৩

 গল্পঃ রোমান্টিক সিনিয়র আপু যখন হবু বউ

লেখক: শাহাদাৎ নুসু
পর্ব ০৩

হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম রুপা আপু নীল শাড়ি পড়ে আসতেছে এবং তাকে অদ্ভুত সুন্দর লাগতেছে রুপা আপুকে এর আগে নীল শাড়িতে আমি অনেক বার দেখছি তবে এরকম সুন্দর কখনো লাগেনি । আমি তার পা থেকে মাথা অব্দি দেখতে লাগলাম । 

রুপা আপু নীল শাড়ি পড়েছে হাতে নীল চুরি পড়েছে কপালে নীল একটি টিপ দিয়েছে এবং চোখে গাঢ় করে কাজল দিয়েছে। যার কারনে রুপা আপুকে নীলপরীর মত লাগতেছিল যদিও এর আগে তাকে কখনো আমার এরকম মনে হয় নাই । রুপা আপুর দিকে তাকিয়ে থাকার সময় কখন যে রুপা আপু আমার সামনে চলে আসছে তা আমি বুঝতেই পারিনি হঠাৎ আমার চোখের সামনে চুটকি বাজিয়ে রুপা আপু বলল 

কিরে কি দেখতেছিস এভাবে ।

আমি বেশ ভীতু কণ্ঠে বললাম কই কিছু দেখতেছিলাম না তো । 

রুপা আপু মুচকি হাসি দিয়ে বলল "মিথ্যা বলতেছিস কেন তুই আমাকে দেখতেছিলি ! আমাকে অনেক সুন্দর লাগতেছে তাই না .?

আমি বেশ লজ্জা মাখা মুখ নিয়ে বললাম জ্বী না আমি আপনাকে দেখতেছিলাম না । 

রুপা আপু মুচকি হেসে আমাকে বললেন ঠিক আছে? আর মিথ্যে বলতে হবে না আমি বুঝতে পারছি তুই কাকে দেখতে ছিলি । 

এরপর রুপা আপুকে যখনই আমি বাইকে উঠতে বললাম ওমনি রুপা আপু বলল "আজকে বাইকে যাব না আজকে রিক্সায় করে ঘুরবো । তুই বাইক বাসায় রেখে দে আর একটা রিক্সসা ম্যানেজ কর । 

আমি কিছুটা বিরক্তি নিয়ে বললাম "এটা তুমি আগে বলবা না আমি আরো বাইক বের করে পরিষ্কার করে কখন থেকে তোমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করতেছি । 

আগে বলিনি তো কি হইছে এখন তো বলতেছি তুই এখন বাইক বাসায় রেখে আয় আমরা আজকের রিক্সায় করে যাব । 

কি আর করার রুপা যেহেতু বলেছে যে বাইকে সে যাবে না সেহেতু আমি বাইকটা বাসায় রেখে একটা রিক্সা ম্যানেজ করে দুজনে রিক্সায় উঠে চলতে লাগলাম । 

হঠাৎ করে রুপা আপু আমার বাম হাত জড়িয়ে ধরে আমার ঘাড়ে মাথা রেখে বলতে লাগলো এভাবে তোর সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই । 

-ঠিক আছে তা কাটাইয়ও সমস্যা নাই এখন মাথা তুলু মানুষের দেখলে খারাপ ভাববে । 

রুপা আপু রাগান্বিত কন্ঠে বললেন "এখানে খারাপ ভাবার কি আছে? তুই আমার হবু বর তোকে নিয়ে আমি একসাথে রিকশায় যেতে পারি তোর কাঁধে মাথা রাখতে পারি এতে কে কি ভাবল আমার দেখার বিষয় না । 

আমিও রুপা আপুকে নিষেধ করলাম না আমারও কি রকম যেন ভালো লাগতেছে । দুজনে একসাথে যাচ্ছি কেউ কোনো কথা বলতেছি না । চারিদিকে পরিবেশটা দেখতেছিলাম এবং উপভোগ করতেছিলাম হালকা হালকা মৃদু বাতাস এসে বুকে লাগতেছিল এবং রুপা আপুর চুলগুলো উঠতে ছিল । তার চুলগুলো উড়ে উড়ে মাঝে মাঝে আমার মুখের সামনে চলে আসছিল এবং এই অনুভূতিটা আমার খুব ভালো লাগতেছিল যার কারণে রুপা আপুকে তেমনভাবে নিষেধ করা হয় নাই । 

হঠাৎ দুজনের নীরবতা ভেঙে আমি রুপা আপুকে বললাম "কোথায় যাব আজকে আমরা ঘুরতে । 

আজকে আমরা নদীর পাড়ে ঘুরতে যাব এবং ঐখানে একটা ফুচকাওয়ালা মামা ফুচকা বিক্রি করে আমরা ঐখানে যাবো  কারণ তার ফুচকা গুলো খুব ভালো লাগে ও আসে পাশের পরিবেশ ও খুব সুন্দর । তুই আজকে আমাকে ওই দোকান থেকে ফুচকা খাওয়াবি । 

আমিও বেশি কথা না বাড়িয়ে ঠিক আছে বলে আবার চারিদিকে পরিবেশটা উপভোগ করতে লাগলাম । 

বেশ  কিছুক্ষণ রিকশা চড়ে অবশেষে নদীর পাড়ে এসে পৌছালাম এবং সেখানে এসে রিক্সাওয়ালা মামাকে রিক্সা ভাড়া বুঝিয়ে দিয়ে ফুচকার দোকানে সামনে এসে রুপা আপু ফুচকা ওয়ালা মামার উদ্দেশ্য করে বললেন

মামা আমাদেরকে করা ঝাল করে এক প্লেট ফুচকা দাও তো ! রুপা আপু ফুচকা অর্ডার দেওয়ার সাথে সাথে আমি রুপা আপুর উদ্দেশ্যে বললাম 

এক প্লেট ফুচকা অর্ডার দিলে যে । 

এক প্লেট দিলাম কারন এক প্লে ফুচকা দুজন মিলে খাব । 

ফুচকা ওয়ালা মামা ফুচকা বানাতে শুরু করলেন এবং আমি আর রুপা আপু গল্প করতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যে ফুচকা বানানো হয়ে গেল এবং ফুচকা ওয়ালা মামা এসে আমাদের ফুচকা দিয়ে গেল । 

আমি যেই না একটা ফুচকা নিয়ে আমার মুখের দিতে যাব অমনি রুপা আপু আমার হাত ধরে ফেললেন এবং বললেন 

আমাকে না খাইয়ে দিয়ে তুই আগেই খেয়ে নিতেছিস । 

তোমার হাত দিয়ে তুমি খাও আমার হাত দিয়ে আমি খাই সমস্যা কোথায় এতে । 

কথাটি বলার সাথে সাথে রুপা আপু বেশ রেগে গেলেন এবং বললেন, এতে অনেক সমস্যা আছে তুই বুঝবি না আগে তুই আমাকে ফুচকা খাইয়ে দিবি তারপর আমি তোকে খাইয়ে দেবো । 

তোমাকে নিয়ে না আর পারা যায় না ঠিক আছে হা করো আমি খাইয়ে দিচ্ছি । 

এরপর রুপা আপু আমাকে ফুচকা খাইয়ে দিল এবং আমি রুপা আপু কে ফুচকা খাইয়ে দিতে লাগলাম হঠাৎ করে পিছন থেকে কেউ এসে বলল কিরে এখানে কি করিস । 

আমি পিছন দিকে তাকিয়ে দেখতে পেলাম মিলি এবং মিলি ছোটভাই । 

আমি বেশ হাসিমুখ নিয়ে বললাম কিরে তুই এখানে আর এটাকে তো ছোট ভাই নাকি । 

হুম এটা আমার ছোট ভাই আর তুই এখানে কি করিস । 

তুইনা বোকার মত প্রশ্ন করিস দেখতে তো পাচ্ছিস ফুচকা খাইতেছি তুই খাবি । 

তুই যে ফুচকা খাইতেছিস এটাতো আমি দেখতেই পাচ্ছি তো তোর সাথে এটা কে । 

ও ভালো কথা তোদের পরিচয় করে দেই ,, এ হচ্ছে আমার চাচাতো বোন রুপা আপু আর রুপা আপু ও হচ্ছে আমার ফ্রেন্ড মিলি ।

যেইনা আমি মিলিকে বলছি যে রুপা আপু হচ্ছে আমার চাচাতো বোন অমনি রুপা আপু রাগ  .....!

চলবে..... 


Post a Comment

Previous Post Next Post