গল্পঃ রোমান্টিক সিনিয়র আপু যখন হবু বউ
লেখক: শাহাদাৎ নুসু
পর্ব ০২
রুপা আপু বেশ অবাক হয়ে বললেন অন্য কারণ বলতে কি শুনেছিস তুই ।
আমি কিছুটা ভাব নিয়ে বললাম আমাকে মিলির সাথে রিক্সায় ঘুরতে দেখে তুমি নাকি বাসায় এসে অনেক কান্নাকাটি করছো আর দুপুরের খাবার নাকি খাওনি এই কারণে ।
ছোট আম্মু তোকে কথাগুলো বলে দিয়েছে । (রুপা আপু আমার আম্মুকে ছোট আম্মু বলে ডাকে)
আমি কিছুটা ভাব নিয়ে বললাম শুধু এটা না আরো অনেক কিছু বলেছে
আবার কি বলেছে
বাবায় নাকি তোমার আর আমার বিয়ে ঠিক করেছে ।
রুপা বেশ অবাক হয়ে বললো, কি বললি তোর আমার বিয়ে ।
হঠাৎ করে কথাটি শোনার পর থেকেই রুপা আপু দুঃখ দুঃখ চেহারার ভাবতাম মনে হয় নিমিষেই দূর হয়ে গেল এবং মুখটা হাসিখুশি হয়ে গেল ।
আমি অনেকটা গভীর কণ্ঠে রুপা আপুকে বললাম এত খুশি হয়ে লাভ নেই আমি তোমাকে বিয়ে করতে পারব না ।
রুপা আপু বেশ ভাব নিয়ে বললেন কে কাকে বিয়ে করবে আর কে কাকে বিয়ে করবে না এটা সময় আসলে দেখা যাবে এখন রুম থেকে বের হ আমি খাবার খেতে যাব।
তোমার নাকি ভালো লাগতেছিল না তুমি নাকি খাবার খাবে না এখন হঠাৎ করে বলছো খাবার খেতে যাবে মানে কি ।
রুপা আপু হাসিখুশি মুখ নিয়ে বললো, তখন মন ভালো ছিল না তাই খাবার খেতে যাই নাই এখন মন ভালো হয়ে গেছে এখন খাবার খাব , তোর কোন সমস্যা ।
না আমার আবার কি সমস্যা হবে, কোন সমস্যা নাই ।
রুপা আপু কিচেনে খাবার খাওয়ার জন্য চলে গেল এবং আমি উঠে আমার রুমের দিকে যেতে লাগলাম ও ভাবতে লাগলাম সত্যি সত্যি যদি রুপা আপুর সাথে আমার বিয়েটা হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে আসলে কি আমি বিষয়টা মেনে নিতে পারব নাকি মেনে নিতে পারবো না ।
আমার রুমে গিয়ে একটা ঘুম দেওয়ার পরিস্থিতি নিলাম যেহেতু আমি বাইরে থেকে দুপুরে খাবার খেয়ে এসেছি তাই খুব ঘুম পাইতে ছিল দুই চোখে ।
খুব সুন্দর একটি ঘুম দেওয়ার পর হঠাৎ দরজা নক করার কারণে আমার ঘুম ভেঙে গেল দেখলাম বাহির থেকে রুপা আপু ডাকতেছে ।
আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়ে রুপা আপুর দিকে তাকাতেই দেখলাম রুপা আপু হাতে একটি শপিং ব্যাগ নিয়ে দাড়িয়ে আছে । আমি আপুকে জিজ্ঞেস করলাম কিছু বলবা বলো ঘুম থেকে ডেকে তুললা কি কারণে ।
রুপা আপু অনেকটা খুশি খুশি মুখ নিয়ে বললেন এই পাঞ্জাবিটা পরে সন্ধ্যায় তুই আর আমি ঘুরতে যাব বুঝছিস আর এখন ফ্রেশ হয়ে নে এত সময় পর্যন্ত কেউ শুয়ে থাকে কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে ।
আমি বেশ বিরক্তি নিয়ে বললাম তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব কে বলল তোমাকে আমি কি বলছি যে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব ।
রুপা আপু বেশ রাগী কন্ঠে বলল, তোর বলতে হবে কেন ঘুরতে যাওয়ার জন্য আমি বলছি তাই তুই যাবি আমার সাথে ।
আমি যাব না তুমি একাই যাও ।
রুপা আপু বেশ কাদু কাঁদু কন্ঠে বললেন, "সত্যি যাবি না" ।
না যাব না আর আমার এমনিতেও ভালো লাগতেছে না খুব ঘুম পাইতেছে এখন ঘুমাবো যাও তো ।
ঠিক আছে, তুই ঘুমা। আমি ছোটো আম্মুকে কে গিয়ে বলতেছি তুই আমাকে নিয়ে ঘুরতে যাইতে যাইতেছিস না ।
আরে এখানে আম্মুকে টানতেছো কেন ।
ছোট আম্মুকে বলব না তো কাকে বলবো, আমি যখন বলি চল আমি একটু শপিংয়ে যাব অথবা ঘুরতে যাব তখনই তোর কাজের কোন শেষ থাকে না এই কাজ ওই কাজ বাহানা দিস আর অন্য মেয়েরা বললে তো ঠিকই ঘুরতে যাস আজকে তো দেখলাম মিলিকে নিয়ে সকাল থেকে সেই দুপুর পর্যন্ত ঘুরলি কই আমি তো কত বললাম আমাকে নিয়ে তো কখনো গেলি না ঘুরতে আজকে আমি ছোট আম্মুকে সব বলবো ।
আমি রুপা আপুর কথা তেমনভাবে পাত্তা না দিয়ে আবার রুমে এসে দড়জা লাগিয়ে শুয়ে পড়লাম ।
কিছুক্ষণ পর আবারো দেখলাম যে দরজায় নক করতেছে ।
প্রথমে ভাবলাম রূপা আপু নক করতেছে পড়ে বুঝতে পারলাম আমার আম্মু দরজায় নক করতেছে তো আমি দরজা খুলে দিয়ে আম্মুকে বললাম কি হয়েছে এত নক করতেছো কেন ।
আম্মু বেশ রাগান্বিত কন্ঠে বললেন, রুপার নাকি তোকে নিয়ে ঘুরতে যাইতে চাইতেছে তুই নাকি যাইতে চাইতেছিস না ।
আসলে আম্মু আমার ভালো লাগতেছে না প্রচুর ঘুম আসতেছে তার জন্য আর কি রুপাকে বলছি যে এখন যাব না ।
রুপাকে নিয়ে ঘুরে এসে তারপর ঘুমাস এখন ঘুরতে যা ।
বললাম তো আম্মু এখন যাব না কালকে যাব ।
আম্মু এবার বেশ রাগান্বিত কন্ঠে বললে, ঠিক আছে আমি তোর বাবাকে গিয়ে বলতেছি ।
এখানে বাবাকে টানতেছ কেন বাবা আসলো কোথা থেকে? ঠিক আছে আপুকে গিয়ে বলো যে তাকে নিয়ে এখন ঘুরতে যাব তাড়াতাড়ি রেডি হতে বলো ! তাহলে তাড়াতাড়ি চলে আসা যাবে ।
যা ভাবছিলাম তাই হলো একটু শান্তি মত ঘুমাবো তার আর উপায় নেই এখন নাকি রুপা আপুকে নিয়ে ঘুরতে যেতে হবে তো কি আর করার আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুপা আপুর রেখে যাওয়া পাঞ্জাবিটা পড়ে নিলাম এবং আম্মুকে বলে আমি বাহিরে গিয়ে বাইক বের করে বাইকটা মুছে নিলাম এবং রুপা আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম।
প্রায় ২০ মিনিট হয়ে গেল বাইক নিয়ে দাঁড়িয়ে আছি রুপা আপুর আসার কোনো খবর নাই । এজন্যই রুপা আপুকে নিয়ে আমি কোথাও যেতে চাই না সব জায়গায় শুধু লেট করে ।
হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম রুপা আপু নীল একটা শাড়ি পড়ে আসতেছে এবং তাকে অদ্ভুত সুন্দর লাগতেছে রুপা আপুকে এর আগে নীল শাড়িতে আমি অনেক বার দেখছি তবে...
চলবে.....
Post a Comment