গল্পঃ রোমান্টিক সিনিয়র আপু যখন হবু বউ পর্ব ০৮ (শেষ পর্ব)

গল্পঃ রোমান্টিক সিনিয়র আপু যখন হবু বউ

লেখক: শাহাদাৎ নুসু
পর্ব ০৮ (শেষ পর্ব)

কথাটি বলার সাথে সাথে রুপা আপু দরজা খুলে দৌড়ে এসে আমার কলার ধরে বলতে লাগলেন,, তুই এই সব মিষ্টি মিষ্টি কথা বলেই সবাইরে পাগল করোছ  তা আমি ভালো করেই বুঝতে পারতেছি ,,  তুই যে কোন ধরনের ছেলে এইটাও আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এখন । 

আমি কান্না মাখা মুখে রুপা আপুকে বলতে লাগলাম,, দেখো আপু তুমি আমাকে ভুল বুঝতেছো আসল ঘটনা কি তাতো আগে শুনবা তার পর না হয় বইলো যে আমি তোমার সাথে প্রতারণা করেছি । 

তোর কাছ থেকে কি শুনবো,, এখন আমাকে নয় জয় বুস দিবি তা আমি ভালো করে জানি । আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখতে ছিলাম আর তুই অন্যদিকে মিলির সাথে জমিয়ে প্রেম করতেছিস । 

 তুমি যে এতদিন ধরে আমার ফোন চেক করো  কোনো দিন কিছু দেখছো আমার ফোনে । হঠাৎ একটা জিনিস দেইখা এভাবে রিয়েক্ট করতেছো কেন আগে তো শুনবা আসল কাহিনীটা কি । 

আমি যে তোর ফোন চেক করি এটাও তুই লুকিয়ে লুকিয়ে দেখিস, 

ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয় এভাবে অবিশ্বাস করলে কখনোই সেই ভালোবাসা বেশিদিন টিকে না এটা তোমার বুঝা দরকার । 

ভালোবাসি বলেই তো এতদিন তোর এই মিথ্যা নাটককে সত্যি ভেবে তোকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে গেছি । আর তুই কিনা আমাকে এভাবে ধোকা দিতেছিস । আমার ভাবতে ঘৃনা লাগতেছে ।

কথাগুলো বলেই রুপা আপু তার রুমের দিকে চলে যেতে লাগলো, যেইনা রুপা আপু  রুমের দিকে চলে যেতে লাগলো অমনি আমি তার হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম এবং তার মাথায় হাত দিয়ে বলতে লাগলাম 

বিশ্বাস কর মিলির সাথে আমার কোন ধরনের প্রেমের সম্পর্ক নাই। ও আমার জাস্ট ভালো একজন বন্ধু এইটুকুই । 

কথাটি বলার সাথে সাথে রুপা আপু তার মাথা থেকে আমার হাতটি টান দিয়ে ছিটকে ফেলে দিল এবং বলতে লাগলো 

আমার মাথায় হাত দিয়েও তুই মিথ্যা বলতেছিস, তুই কতটা নিকৃষ্ট একবার চিন্তা করে দেখ । 

দেখো আপু এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি বলতেছি তো এখানে আমার কোনো দোষ নাই আমি কোনো ধরনের ভুল করি নাই তারপর তোমার কাছে ক্ষমা চাইতেছি এবং বলতেছি যে আমার কোনো দোষ নাই তুমি আমাকে ভুল বুঝতেছো তারপরও তুমি আমার কথা বিশ্বাস না করে আমাকে যা ইচ্ছে তাই বলতেছো ।  

এখন খারাপ লাগতেছে কেন যখন আমাকে ধোঁকা দিতে ছিলি তখন তোর মাথায় ছিল না কথাগুলো যে আমাকে কেউ একজন পাগলের মত ভালবাসে, যাকে আমার ধোকা দেওয়া ঠিক হইতেছে না । সেটা চিন্তা না করে জুটিয়ে প্রেম করে বেড়াইছিস এখন সেগুলো বললেই খারাপ লাগতেছে তাই না । 

 এখন  কি করলে যে তুমি বিশ্বাস করবা যে মিলির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নাই তাই আমি বুঝতেছি না তবে যেভাবেই হোক আমি তোমার ভুল ভাঙাবো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি । 

রুপা আপু ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন তোর আমাকে ভালবাসতে হবে না তুই তোর মিলিকে নিয়েই থাক । আমি শুধু তোকে সব সময় আমার নিজের করে চেয়েছি এবং তুই যতদিন আমার ছিলি ততদিন আমি তোকে ঠিকই ভালোবেসেছি কিন্তু এখন আর তুই আমার নাই এখন তুই অন্য কারো তাই এখন থেকে আমিও তোকে নিয়ে আর কখনো ভাববো না । 

সবকিছু কি এতই সোজা রুপা আপু, চাইলে কি কাউকে ভোলা যায় । সত্যিই কি তুমি পারবা আমাকে ভুলে থাকতে নাকি আমি পারবো তোমাকে ভুলে থাকতে বলো । 

রুপা আপু কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার রুমে ঢুকে দরজা ভিতর থেকে লক করে দিল, আমিও আর বেশি কিছু না বলে আমার রুমে চলে আসলাম । আমি এখন খুব ভালো করে বুঝতে পারতেছি যে এখন রুপা আপুর মাথায় কিছু ঢুকবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমি রুপা আপুকে যত ভালো কথাই বলি না কেন সেটা বুঝতে চাইবে না ।

কিন্তু যে করেই হক তাকে সত্যিটা বুঝাইতে হবে যে মিলির সাথে আমার কোন প্রকার প্রেমের সম্পর্ক নাই, এগুলো নিয়ে ভাবতেছিলাম হঠাৎ মাথায় আসলো আজকের সম্পূর্ণ ঘটনা আমি মিলিকে খুলে বলবো এবং মিলিকে আমাদের বাসায় নিয়ে এসে আপুকে বুঝিয়ে বলতে বলবো যাতে করে রুপা আপু তার ভুল বুঝতে পারে এবং আমাকে আগের মত ভালোবাসতে শুরু করে ।

প্রিয় মানুষের অবহেলা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা এখন আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি কারণ এতদিন রুপা আপু সব সময় আমার কাছাকাছি থাকতো ।  কিভাবে আমাকে খুশি রাখা যায় কিভাবে আমার মন খারাপ থাকলে আমার মন ভালো করে দেওয়া যায় সব সময় এগুলো নিয়ে চিন্তা করত । 

**********

রুপা আর আমার বিয়ে হয়েছে প্রায় এক মাস হল এই একমাস আমরা খুব সুন্দরভাবেই কাটিয়েছি এবং বাকিটা জীবন আমরা এভাবে কাটাতে চাই । প্রায় দুই মাস আগের সেই ঘটনাটা আমার এখনো মনে পড়লে শরীরের পশম দাঁড়িয়ে যায় কারণ হচ্ছে সেদিন রুপা আপু সরি এখন তো তাকে আপু বলা যাবে না কারণ হচ্ছে সে এখন আমার বউ । 

আমার ফোনের মেসেজ দেখে যেদিন রুপা খুব অভিমান করেছিল তার পরের দিন আমি মিলিকে আমাদের বাসায় এনে রুপাকে সব বুঝিয়ে বলতে বলি তারপর মিলি নিজের মুখে সবকিছু রুপাকে বুঝিয়ে বলে দেন রুপার সবকিছু বুঝে এবং আমরা আগের মতো সময় কাটাতে শুরু করি তার কিছুদিন পরেই পারিবারিক ভাবে আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয় । 

সমাপ্ত

গল্প নিয়ে কিছু কথা:  রোমান্টিক সিনিয়র আপু যখন হবু বউ গল্পটি এত তাড়াতাড়ি শেষ করার কোন ইচ্ছা ছিল না কিন্তু কিছু কারণে খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করে দিতে হলো । খুব তাড়াতাড়ি গল্পটা শেষ করে দেওয়ার কারণে লাস্টের পর্বটি সুন্দরভাবে সাজানো হয়নি । আশা করা যায় যে পরবর্তী গল্পগুলোতে এরকম হবে না । 

Post a Comment

Previous Post Next Post