গল্পঃ রোমান্টিক সিনিয়র আপু যখন হবু বউ পর্ব ০৭

 গল্পঃ রোমান্টিক সিনিয়র আপু যখন হবু বউ

লেখক: শাহাদাৎ নুসু

পর্ব ০৭


আমার ফোনের প্যাটার্ন লক রুপা আপু জানে কারণ হচ্ছে আমার ফোন মাঝে মাঝে চেক করে । রুপা আপু আমার ফোন লুকিয়ে লুকিয়ে চেক করে সেটা আমি জানি এবং আমি এটাও জানি যে সে আমার ফোনের লক জানে কিন্তু আমার ফোনে তেমন পার্সোনাল কিছু না থাকার কারণে (যেগুলো রুপা আপু দেখলে সমস্যা হবে) আমি ফোনের পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক চেঞ্জ করি নাই । 


ফোনটি হাতে নিয়ে দেখতে পেলাম মিলি মেসেজ করেছে এবং বেশ অনেকগুলো মেসেজ করেছে মেসেজগুলো ওপেন করে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম কারণ মিলি এমন কিছু কথাবার্তা লিখেছে যেগুলো দেখেই রুপা আপু কান্না করতে করতে চলে গেছে । 


মিলি লিখেছে , কিরে কি করতেছিস । এরপর আরেকটি মেসেজে লিখেছে আমি তোকে খুব মিস করতেছি তুইও কি আমাকে মিস করতেছিস ‌, এবং শেষে যেই মেসেজটি করেছে সেই মেসেজটি লিখেছে, I love you. 


আমি কিছুক্ষণ বিছানায় বসে রইলাম এবং ভাবতে লাগলাম রুপা আপুকে কিভাবে বোঝাবো সম্পূর্ণ বিষয়টি মে এখানে আমার কোন দোষ নাই । বেশ কিছুক্ষণ ভেবে কোন কিছু পেলাম না অবশেষে নিচে চলে গেলাম খাবার খাওয়ার জন্য কারণ সেখানে হয়তোবা রুপা আপু থাকবে । 


খাবারের টেবিলে যাওয়ার পর হতাশ হওয়া ছাড়া কোন উপায় ছিল না কারণ সেখানে গিয়ে দেখতে পেলাম রুপা আপু নেই । 


আমাকে দেখা মাত্র আম্মু বলতে লাগলেন কি করতেছিলি এতক্ষণ সেই কখন তোকে ডাকতে রুপাকে পাঠিয়েছি এখন আসলি । 


তেমন কিছু না এমনি একটু লেট করে আসলাম কিছু কাজ ছিল । 


ঠিক আছে এখন বস তাড়াতাড়ি খাবার খা । 


আম্মু আমার প্লেটে খাবার সাফ করতে ছিল এবং আমি আম্মুকে বললাম আম্মু রুপা কে দেখতেছি না কোথায় শে খাবে না ।


কথাটি জিজ্ঞেস করার পর আম্মু মন খারাপ করে বলতে লাগলেন তোকে ডাকতে পাঠানো পর ও যখন তোকে ডেকে আসলো তখন বলল ওর নাকি খেতে ইচ্ছে করতেছে না ক্ষুধা নাই পরে খাবে আমি এত করে ডাকলাম তারপরও আসলো না চলে গেল এখন রুমের দরজা বন্ধ করে শুয়ে আছে।


রুপা আপুর খাবার না খাওয়ার কারণ যদিও আম্মু জানে না কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে কেন রুপা আপু খাবার না খেয়ে শুয়ে আছে । এখন যদি আম্মুকে রুপা আপুর খাবার না খাওয়ার কারণটা বলি তাহলে আম্মু খুব রাগ করবে বা আমাকে বকবে যার কারণে আমি আম্মুকে বলতে লাগলাম,, আম্মু আমি রুপা আপুকে ডেকে দেখি আসে কিনা । 


ঠিক আছে যা খাবার খাওয়ার জন্য ডেকে দেখ আসে কিনা । 


বেশি কথা না বলে সরাসরি আমি রুপা আপুর রুমের সামনে চলে গেলাম গিয়ে দরজার নক করতে লাগলাম কিন্তু বেশ কিছুক্ষণ নক করার পরও ভিতর থেকে কোন সারা শব্দ আসলো না । 


রুপা আপুর রুমের থেকে কোন ধরনের সারা শব্দ না পাওয়ার কারণে আমি রুপা আপুকে বললাম,, রুপা আপু তুমি যেটা দেখেছ এটা সম্পূর্ণ ভুল তুমি দরজা খোলো আমি তোমাকে বুঝিয়ে বলছি । 


কথাগুলো বলার পরও কোন কাজ হলো না কারণ এর পরও ভিতর থেকে কোন সারা শব্দ আসলো না আমি আবার বললাম দেখো তুমি যদি খাবার না খাও তাহলে আমিও কিন্তু খাবার খাব না । 


এবার রুপা আপু রুমের ভেতর থেকে কান্না মাখা কন্ঠে বলতে লাগলেন তুই খাবার না খেলে আমার কি ? কি হস তুই আমার । 


রুপা আপুর কথা শোনার পর আমার খুব ভালো লাগতে ছিল কারণ আমি ভাবতেছিলাম আবার কোন দুর্ঘটনা ঘটলো কিনা বা কোন আজেবাজে চিন্তা ভাবনা থেকে রুপা আপু কিছু করে ফেলল কিনা । 


আমি বেশ আদুরে কন্ঠে বলতে লাগলাম,, আমি তোমার কি হই তুমি জানো না । 


এবার রুপা আপু বেশ রাগান্বিত কন্ঠে বলে উঠলেন,, বেশি ঢং করবি না আমার সামনে । যা এখান থেকে আমার ভালো লাগতেছে না । 


ঢং কখন করলাম প্লিজ দরজা খোলো । 


বললাম তো খুলবো না এখন যাতো আমাকে বিরক্ত করিস না । 


 আমি জাস্ট তোমাকে কিছু কথা বলব এর জন্য দরজাটা খোলো কথাগুলো বলে আমি চলে যাব । 


যা বলার বাইরে থেকেই বল ,, কি এমন কথা বলবি তুই আমি খুব ভালো করে জানি , আসলে আমিই বোকা শুধু শুধু তোকে ভালোবেসে গেলাম বিনিময়ে শুধু কষ্টই পেলাম । এদিকে আমি সারাদিন তোকে নিয়ে পড়ে থাকি,, তোকে নিয়ে চিন্তা করি তোকে নিয়ে স্বপ্ন বুনিয়, আর ওইদিকে তুই আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখিস আরেকজনের সাথে প্রেম করে বেড়াস তোকে যেদিন আমি মিলির সাথে রিক্সায় দেখেছিলাম সেদিনই আমি চিন্তা করেছিলাম যে এরকম কিছু একটা হবে ।


কথা গুলো বেশ কান্না মাখা কন্ঠে বলল রুপা আপু ,, তার কথাগুলো শোনার সাথে সাথে কেন যেন আমার চোখের পানিগুলো অনবরত পড়তে লাগলো । 


এরপর আমি কোন কথা না বলে দরজার সামনে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করতে লাগলাম বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে রুপা আপু বলে উঠলেন এখন যা নিচে গিয়ে খাবার খেয়ে শুয়ে পর আমাকে নিয়ে তোর ভাবতে হবে না । 


তোমাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো তুমি ছাড়া কে আছে আমার যে তাকে নিয়ে আমি ভাববো । 


কথাটি বলার সাথে সাথে রুপা আপু দরজা খুলে দৌড়ে এসে আমার কলার ধরে বলতে লাগলেন তুই এই সব মিষ্টি মিষ্টি কথা বলেই সবাইরে পাগল করোছ তা আমি ভালো করেই বুঝতে পারতেছি......


চলবে 


সিনিয়র আপু যখন হবু বউ গল্পের পরবর্তী পর্ব ০৮ শেষ পর্ব পেতে এখানে ক্লিক করুন 

Post a Comment

Previous Post Next Post