-পিচ্চি চাচাতো বন যখন অভিমানি বউ-


 

 ✔পার্টঃ-০১✔


--//ভোর তখন ছয়টা ঝুমুর ঘুমাচ্ছে এখনো। তখনই ঝুমুর আম্মু এসে ঝুমুকে ডাকতে লাগলো//-


-----ঝুমুর আম্মুঃ- ঝুমু--এই ঝুমু। উঠ।

-----ঝুমুঃ- উফ মা সরো তো ঘুমাতে দাও তো। ডিস্টার্ব করো না তো।

-----ঝুমুর আম্মুঃ- বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে। বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। আর তুই কি না এখনো পরে পরে ঘুমাচ্ছিস।

-----ঝুমুঃ- কেন--(অবাগ হয়ে) হঠাৎ এতো আয়োজন কেন?

-----ঝুমুর আম্মুঃ- তুই কোন দুনিয়ায় থাকিস রে? তুই জানিস না কি হয়েছে। 

-----ঝুমুঃ- না তো কই আমি তো কিছু জানি হেয়ালি না করে বলো তো কি হয়েছে?? --(ঘুম থেকে উঠতে উঠতে)

-----ঝুমুর আম্মুঃ- আজকে যে রাফি আসবে লন্ডন থেকে।

-----ঝুমুঃ- what??--(অবাগ হয়ে)

-----ঝুমুর আম্মুঃ- হুম আজকে বিকেলে ওকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে সবাই। তুই যাবি না কি?

-----ঝুমুঃ--(রাফি নামটা শুনে বুকটা ধক করে উঠলো)---না আম্মু আমি যাবো না।

-----ঝুমুর আম্মুঃ- আচ্ছা যা গিয়ে fresh হয়ে আয়। তারপরে এসে নাস্তা করবি।

-----ঝুমুঃ- ওকে আম্মু তুমি যাও। আমি আসতাছি।

-----ঝুমুর আম্মুঃ- হুম তাড়াতাড়ি আয়।

--( ঝুমু ওয়াশ রুমে চলে গেলো। তাড়াতাড়ি ফ্রেস হয়ে বারান্দায় গিয়ে দাড়ালো)


(( ঝুমুর এবার ssc exam দিয়ে কলেজে এডমিট নিয়েছে। বাবা মা থেকে শুরু করে পরিবারের সবার চোখের মনি সে। স্যামলা বর্নের মাঝে আলতা ছোয়ার মতো চেহারা ঝুমুরের। দেখতে অনেক কিউট হাসলে গালে টোল পরে।সিল্কি কালো চুল কোমড় অবদি ছড়িয়ে পরেছে। রাফি হলো ঝুমুর এর চাচাতো ভাই। ঝুমুরের বাবা রাফির বাবা সহ তারা চার ভাই আর দুই বোন। বোনরা তাদের শুশুর বাড়িতে থাকে। ঝুমুরদের যৌথ ফ্যামিলি। ওর বাবা৷ চাচারা এক সাথে থাকে। রাফির বাবা সবার আশফাক চৌধুরি তার দুই ছেলে মেয়ে রাফি আর নীলা। ঝুমুর এর বাবা আশরাফ চৌধুরী তার ছেলে তুষার আর ছোট মেয়ে ঝুমুর। ঝুমুর এর সেজো চাচা আফতাফ চৌধুরী তার দুই মেয়ে রিয়া আর ইশিতা। ঝুমুর এর ছোট চাচার দুই মেয়ে মিলি আর জিনিয়া।))

-- বারান্দায দাড়িয়ে ঝুমুর রাফির কথা চিন্তা করতে লাগলো। রাফির সাথে ওর সব থেকে ভালো সম্পর্ক ছিলো। একজনকে ছাড়া একজন চলতেই পারতো না। ঝুমুর থেকে অনেকটা বড় হলেও রাফি ঝুমুর মতো আর কারো সাথে ওতোটা free থাকতো না। খুবই ভালোবাসতো একে অপরকে। কিন্তু একদিন রাফির সাথে ঝুমুর এর মাঝে কথা কাটাকাটি হয়। আর তাদের মাঝে রিবোধ লেগে যায়। আর তার জন্য ঝুমুর রাফির সব থেকে প্রিয় সো- পিস ভেঙে ফেলেছিলো রাগের মাথায়। আর তাতে রাফিও ঝুমুরকে কয়েকটা থাপ্পড় মেরে বসে ছিলো। সেই থেকে তাদের সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ফাটল ধরে। যা আর জোরা লাগে নাই। এর একমাস পরে রাফি লন্ডন এর চলে যায় স্টডির জন্য। আর ৫ বছর পরে আজকে দেশে আসতাছে। এই পাচ বছরে কেউ কারো সাথে কথাই বলে নাই। দেখা করা তো দুরের কথা। কি থেকে কি হয়ে গিয়েছিলো সেসব ভাবতে থাকে ঝুমুর। তখনই ঝুমুর এর আম্মু জোরে ডেকে উঠে।)


-----ঝুমুরের আম্মুঃ- ঝুমু-এই -ঝুমু

-----ঝুমুঃ- আসছি আম্মু। 

( ঝুমু সিড়ি দিয়ে নিচে নামার সময় দেখতে পেলো বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সব কিছু গুছানো। ঝুমু drawing room এ গিয়ে ঝুমু চারপাসটা দেখতে লাগলো। তারপরে রান্না ঘরে গিয়ে দেখে ওর আম্মু আর ওর চাচিরা রান্না করতাছে। এ যেন এলাহি আয়োজন।) 

-----বড় আম্মুঃ- কিরে পাখি৷ ঘুম।ভাঙলো তোর।--(রাফির আম্মু ঝুমুকে পাখি বলে ডাকে)

-----ঝুমুঃ-হ্যা বড় আম্মু। তা এতো রান্না কেন?? কাকে খাওয়াবে?

-----বড় আম্মুঃ- জানিস না আজকে এতো গুলা বছর পরে আমার ছেলেটা দেশে আসছে। তাই ওর পছন্দের খাবার রান্না করে রাখছি।

-----ঝুমুঃ- ওহহ আচ্ছা। আমার খিদা পাইছে। আমার নাস্তা কই আম্মু?

-----ঝুমুর আম্মুঃ- টেবিলে রাখা আছে। গিয়ে খা।

-----ঝুমুঃ- ওকে আম্মু।

( ঝুমুর খাবার খেয়ে রিয়ার রুমে চলে গেলো। সেখানে গিয়ে দেখতাছে। একটা বড় সড় আড্ডা জমে গেছে। কে কি পড়ে এয়ারপোর্টে যাবে এ নিয়ে। ঝুমু গিয়ে ওদের সবার মাঝখানে বসলো)

-----ঝুমুঃ- কি করছো তোমরা?

-----রিয়াঃ- জানিস না আজকে আমার crush আসতাছে?

-----ঝুমুঃ-হ্যা তো কি হয়েছে? --(মলিন একটা হাসি দিয়ে)

-----মিলিঃ- আরে গাধা আমরা যে তাকে receive করতে এয়ারপোর্টে যাবো। সেখানে কি কিছু সেজে গুজে না গেলে হয় বল।

-----ঝুমুঃ- হাহাহা। তোরা আসলেই অনেক লুচুনি।

( তারপরে জিনিয়া রিয়া মিলি ইশিতা সবাই মিলে একসাথে ঝুমুর কে বললো।)---আচ্ছা ঝুমুর বলতো আমাদের কোনো ড্রেসে মানাবে। একটু চুজ করে দে।--(তারপরে তাদের সবাইকে dress চুজ করে দিয়ে নিজের রুমে চলে গেলো। নিজের রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলো। গিয়ে দোলনায় বসে গ্যালারিতে ডুকে রাফির সাথে ওর তোলা ছোট্ট বেলার পিক গুলা দেখতে লাগলো। অজান্তেই ঝুমুর এর চোখ বেয়ে দু ফোটা পানি বেয়ে পরলো। ঝুমুরের রাফির প্রতি একটু ভালোবাসা কমে নাই বরং আরো বেড়েছে। আর সে ভাবছে--)


-----ঝুমুঃ- সে তো আমাকে ভালোবাসে না আর বাসবেও না তাহলে আমি কার অপেক্ষায় আছি? উফফ ভাললাগে না।


--// দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলো।।ঝুমুরের আম্মু রাফির আম্মু আর ওর চাচিরা ও ঝুমু বাদে সবাই এয়ারপোর্টে চলে গেলো। ঝুমুও এ সুযোগ গোসল করতে চলে গেলো। গোসল করা শেষে হালকা গোলাপি রং এর একটা ঝরজেট এর কামিজ পরলো সে। কালটা রাফির খু্ব প্রিয় ছিলো। ভেজা চুল গুলা ছেড়ে দিয়েছে আর সে গুলা কোমড় অবদি বয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে ঝুমুরকে। চোখে হালকা কাজল ঠোটে হালকা গোলাপি লিপস্টিক কোনো অংশে।কম লাগছে না ঝুমুরকে। আজকে কেন জানি ঝুমুর এর সাজতে খুব ভালো লাগছে। ঝুমুর সাজু গুজু সেরে নিচে চলে গেলো। ঝুমুরকে ওর বড় আম্মু দেখে হা হয়ে গেলো।)


-----বড় আম্মুঃ- আমার পাখিকে তো আজকে অনেক সুন্দর লাগছে।

-----ঝুমুঃ--(লজ্জা পেয়ে)-- কি যে বলো না তুমি।

-----বড় আম্মুঃ- আমার পাখির উপরে যেন কারো নজর না লাগে।

-----ঝুমুঃ---( বড় আম্মুকে জরিয়ে ধরে)---Thank you বড় আম্মু। 

-(ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো)

-----বড় আম্মুঃ- যা তো পাখি দেখ কে এসেছে?

-----ঝুমু;- আচ্ছা যাচ্ছি। 

( ঝুমু দরজা খুলতে গেলো। আবারো কলিং বেল বেজে উঠলো) 

-----ঝুমুঃ- উফ খুলছি তো।

( দরজা খুলার সাথে সাথে মিলি ইশিতা জিনিয়া রিয়া ভিতরে ডুকে গেলো। বাহিরে তাকাতেই ঝুমু দেখে যে বাকিরাও গাড়ি থেকে এক এক করে নামতাছে। সবশেষে একটা young ছেলে বের হলো। একদম ড্যাসিং বয়।একদম ক্রাস খাওয়ার মতো। ঝুমু দরজার এক পাসে দাড়িয়ে ছেলেটাকে লক্ষ্য করতাছে। আর ছেলেটা আর কেউ না রাফি।)

----রাফিঃ---(গাড়ি থেকে নামতেই চোখ গেলো। বাড়ির সদর দরজার দিকে। আর সেখানেই চোখটা আটকে গেলো। আর তার সাথে চোখ থেকে সানগ্লাসটাও নামিয়ে নিলাম।)

-----ঝুমুঃ---(ছেলেটার চোখের দিকে তাকাতেই চিনে ফেললাম যে এতো আর কেউ না রাফি। অনেকটা পরিবর্তন হয়ে গেছে। হালকা চাপদাড়ি, ফরসা মুখ, গোলাপি ঠোট, সাদা সার্টের উপরে কালো কোর্ট জিম করা পারফেক্ট বডি।)--আমি যেন তাকিয়ে আছে। এ দেখা জানি কখনো শেষ হবে না। ভালোবাসার মানুষটিকে হঠাৎ করে এভাবে দেখতে পাবো কখনো ভাবি নাই।

-----রিয়ামঃ- OMG....এই মেয়ে এতো সুন্দর। পুরা সাক্ষাৎ পরি।Hey may mar gaya--(বুকে হাত দিয়ে)

-----ঝুমুঃ--(ভিতরে চলে গেলাম আর সিড়ির উপরে রিলিং ধরে সব কিছু দেখতাছি)

-----রাফিঃ--( ভিতরে ডুকতেই আম্মু এসে জরিয়ে ধরলো)

-----রাফির আম্মুঃ- বাবা তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো। 

-----রাফিঃ- না আম্মু কোনো সমস্যা নেই। এখন বলো তুমি কেমন আছো?

-----রাফির আম্মুঃ- তোকে দেখে এখন একদম।ভালো আছি। তুই কেমন আছিস বল?

-----রাফিঃ- দেখতেই তো পাচ্ছো। একদম ভালো আছি। মেঝো আম্মু সেজো আম্মু ছোট আম্মু তোমরা সবাই কেমন আছো? 

-----সবাই মিলেঃ--ভালো আছি বাবা তোকে দেখে এখন আরো ভালো হয়ে গিয়েছি

-----রাফির আম্মুঃ- বাবা এখন তুই রেষ্ট কর। অনেক জার্নি করে এসেছি।

-----রাফিঃ- হুমম।আম্মু।--(সোফায় বসতে বসতে চারদিকটা দেখতে লাগলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুরা বাড়িটা। মনে মনে মেয়েটাকে খুজতাছি। ধুর কই চলে গেলো। মন শুধু ওরে খুজতাছে।


 👉👉👉চলবে👈👈👈 

Post a Comment

Previous Post Next Post