গল্পঃ- Ex Girlfriend 

পর্বঃ- ৩০


লেখকঃ- Md Monir Uddin Shisir 


বাড়িতে গিয়ে মেঘনা আমাদের নিয়ে ভাবতেছে

একদিকে আমিও বাসায় চলে গেলাম,বাসায় গিয়ে দেখি মায়া ওর বান্ধবীদের নিয়ে হাসাহাসি করেতেছে


মায়ার বান্ধবী গুলোও আজকেও এসেছে কেন? বুঝলাম না,আমি ওদের দিকে যাওয়ার সাথে সাথে মায়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে


শিশিরঃ- কী হলো আজ তোমাকে খুশি খুশি লাগছে 


মায়াঃ- হুম,আজ আমি অনেক খুশি


শিশিরঃ- কারণটা বলবে(ছেড়ে দিয়ে)


মায়াঃ- বাবা বিয়েটা বাতিল করে দিছে


শিশিরঃ- সত্যি 


মায়াঃ- হুম সত্যি 


শিশিরঃ- এবার তাহলে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও


মায়াঃ- তুমি চাইলে আমি এখুনি রাজী


শিশিরঃ- সরি মায়া,আমার পক্ষে সম্ভব না,আমি তোমাকে আগেও বলেছিলাম 


মায়াঃ- জানি তুমি মেঘনাকে এখনও অনেক ভালোবাসো,দোয়া করি তোমাদের মিলন হোক


শিশিরঃ- হুম দোয়া করিও


এরপর ফ্রেশ হয়ে সবার সাথে আড্ডা দিলাম,অনেক্ক্ষণ গল্প করে সবাই চলে গেলো,রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম 


পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম,ভাবতেছি আজকে অফিসে গিয়ে কাজ করবো না,মেঘনার এই ভালো লাগে না, সে যা ইচ্ছে করুক আজকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে চলে আসবো


এরপর রেডি হয়ে অফিসে রওনা দিলাম, অফিসে গিয়ে দেখি মেঘনা নেই,তাই পিয়নের কাছে গেলাম 


শিশিরঃ- আংকেল ম্যাডাম আসে নি


পিয়নঃ- না বাবা,ম্যাডাম এখনও আসে নি 


শিশিরঃ- ও আচ্ছা, ম্যাডাম আসলে আমাকে একটু বলবেন 


পিয়নঃ- আচ্ছা বাবা


ম্যাডাম আসে নি,কী আর করার আমার কেবিনে গিয়ে কাজ করেতছি,একটু পর তিশা এলো


তিশাঃ- হাই কেমন আছো 


শিশিরঃ- হুম আলহামদুলিল্লাহ, তুমি


তিশাঃ- হুম ভালো, আজকে তাড়াতাড়ি এসেছো মনে হচ্ছে 


শিশিরঃ- কই না তো


তিশাঃ- তাহলপ আমার আগে কেন


শিশিরঃ- এমনই 


পিয়ন এসে বললো..


পিয়নঃ- ম্যাডাম এসেছে 


শিশিরঃ- আচ্ছা আংকেল আপনি যানে


তিশাঃ- ম্যাডামের কাছে কী


শিশিরঃ- চলো যাবো আজ


তিশাঃ- সত্যি চলে যাবে


শিশিরঃ- হুম সত্যিই চলে যাবো 


এরপর আমি ম্যাডামের কেবিনে গেলাম 


শিশিরঃ- আসতে পারি


মেঘনাঃ- জ্বি আসুন


ভিতরে গিয়ে তো অবাক হওয়ার মতে দৃশ্য, আজকে অনেক দিন পর মেঘনা শাড়ি পরে এসেছে


নীল শাড়ি + কোপাতে ফুল, এক কথা নীল পরী, অনেক দিন পর আবারও সেই পুরানো মেঘনাকে দেখছি


শিশিরঃ- ম্যাডাম একটা কথা বলতে এসেছি 


মেঘনাঃ- জ্বি বলেন


শিশিরঃ- ম্যাম আমি চাকরি ছেড়ে দিবো


মেঘনাঃ- কেন?


শিশিরঃ- এমনই 


মেঘনাঃ- তোমার কিন্তু আরও দুই মাস বাকি শর্ত মতে


শিশিরঃ- ম্যাম আমি দুইদিনও কাজ করবো না এখানে, আপনি যা ইচ্ছে করতে পারেন


মেঘনাঃ- কালকের জন্য সরি,প্লিজ তুমি যেও না


মেঘনার এমন কথায়,আমি একটু অবাক হলার


শিশিরঃ- সরি ম্যাম


মেঘনাঃ- প্লিজ শিশির, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নি 


শিশিরঃ- কী বলছেন এসব


মেঘনাঃ- প্লিজ এমন করো


শিশিরঃ- আচ্ছা আমি চাকরি করবো, কিন্তু দুই মাস পর চলে যাবো


মেঘনাঃ- আচ্ছা কিন্তু আমাকেও সাথে নিয়ে যেও


শিশিরঃ- আপনাকে সাথে নিয়ে যাবো মানে


মেঘনাঃ- তোমার বউ করে নিয়ে যাবে


শিশিরঃ- ম্যাম আপনি কী বলছেন


মেঘনাঃ- করিম আমাকে সব বলেছে,প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না


শিশিরঃ- সরি ম্যাম,আমি এখন আসি


এরপর আমি ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আমার কেবিনে চলে গেলাম


চলবে...

Post a Comment

Previous Post Next Post