গল্পঃ- ভাবির ছোট বোন... 

পর্বঃ- ৭


লেখকঃ- Md Monir Uddin Shisir


কিছু কারণ গল্পে নায়িকার নাম পরিবর্তন করে,নীলার পরিবর্তে মর্জিনা করা হলো


বাসায় যাওয়ার পর ভাবি বললো...


ভাবিঃ- শিশির,তোকে কী মর্জিনা ফোন দিয়ে ছিলো


শিশিরঃ- হ্যা


ভাবিঃ- তুই কথা বলেছিস


শিশিরঃ- ভাবি বিশ্বাস করো,আমি কথা বলি নাই,সত্যি বলছি মেয়ের কন্ঠ শুনে ফোন রেখে দিছি


ভাবিঃ- ঐ তোকে কী বলেছি,মর্জিনার সাথে কথা না বলতে


শিশিরঃ- তুমিই তো বলেছো,কোনো মেয়ের সাথে যেন কথা না বলি


ভাবিঃ- আরে পাগল,আমি তো মর্জিনার কথা বলি নাই


শিশিরঃ- কেন?সে কী ছেলে


ভাবিঃ- দিবো একটা😡 খুব ফাজিল হয়ে গেছিস তাই না


শিশিরঃ- ভাবি,খুব ক্ষিদে লাগছে খেতে দাও


ভাবিঃ- তার আগে মর্জিনার সাথে কথা বল


শিশিরঃ- পারবো না 


ভাবিঃ- তাহলে তোর খাওয়া হবে না


শিশিরঃ- আচ্ছা কথা বলবো, আগে খেতে দাও 


ভাবিঃ- ওকে,আয়


খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গেলাম, তখনই মর্জিনার ফোন


মর্জিনাঃ- কেমন আছো


শিশিরঃ- আলহামদুলিল্লাহ ভালো,তুমি


মর্জিনাঃ- আমিও ভালো,কি করো


শিশিরঃ- কিছু না,শুয়ে আছি


মর্জিনাঃ- কাল দেখা করতে পারবে


শিশিরঃ- না


মর্জিনাঃ- কেন


শিশিরঃ- কলেজ আছে


মর্জিনাঃ- ওকে,তোমাকে আসতে হবে না,আমি নিজেই যাবো


শিশিরঃ- ওকে,রাখছি


মর্জিনাঃ- কেন কী হয়েছে 😡


শিশিরঃ- কিছু হয় নি তো


মর্জিনাঃ- তাহলে ফোন রাখছো কেন


শিশিরঃ- আরে আমি ঘুমাবো


মর্জিনাঃ- ঘুমাতে হবে না,সারারাত জেগে থাকবে


শিশিরঃ- কেন


মর্জিনাঃ- আমার সাথে কথা বলবে


শিশিরঃ- সরি


ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেলাম,অন্য দিকে মর্জিনা রেখে গেছে


মর্জিনাঃ- শয়তান ছেলে,আমার সাথে কথা না বলে ঘুমাতে যাচ্ছিস,আমি তোর ঘুম হারাম করে দিবো,একবার তোকে আমার ফাঁদে আটকায়, তখন দেখি তুই কী করিস (মনে মনে) 


পরদিন সকালে ঘুম থেকে উঠে কলেজ গেলাম, অন্যদিকে আমাদের বাড়িতে মর্জিনা এসেছে 


মর্জিনাঃ- দিদি,শিশির কোথায় রে..


ভাবিঃ- কলেজে 


মর্জিনাঃ- তুই কী শিশিরকে বলেছিস যে,আমি আসবো


ভাবিঃ-  না


মর্জিনাঃ- ভালো করেছিস, এবার দেখাবো মজা


আমি কলেজ শেষ করে বাসায় গেলাম


শিশিরঃ- খেতে দাও


ভাবিঃ- ফ্রেশ হয়ে আয়


শিশিরঃ- ওকে


ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দেখি...


চলবে...


বিঃদ্রঃ- ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Post a Comment

Previous Post Next Post