গল্পঃ- ভাবির ছোট বোন...
পর্বঃ- ৮
লেখকঃ- Md Monir Uddin Shisir
আমার রুমে গিয়ে দেখি, পুরা রুম অন্ধকার, কিন্তু এমনটা তো হওয়ার কথা না,তবুও ভিতরে গেলাম
গিয়ে হাটে বসতেই কে যেন পিছন থেকে চোখ চেপে ধরেছে,আমি তো ভয়ে পেয়ে গেলাম
অনেক কষ্ট ছাড়া পেয়ে লাইট অন করে দেখি মর্জিনা
শিশিরঃ- তুমি এখানে
মর্জিনাঃ- হুম কেন? অবাক হলে বুঝি
শিশিরঃ- হুম,আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম
মর্জিনাঃ- ফোনে কথা বলো নি কেন
শিশিরঃ- কী করবো,ভাবির নিষেধ
মর্জিনাঃ- ঐ কিসের ভাবি, ভাবি কী তোমার বউ লাগে
শিশিরঃ- এই ভালো হচ্ছে না কিন্তু
মর্জিনাঃ- হুম,এজন্যই তো বলছি
শিশিরঃ- কী বলছো
মর্জিনাঃ- আচ্ছা,তুমি কী কিছু বুঝ না
শিশিরঃ- কী?
মর্জিনাঃ- নেকা,কিছুই বুঝ না
শিশিরঃ- এখানে বোঝার কী আছে
মর্জিনাঃ- তুমি কখনো বোঝবে না,আমাকে বুঝাতে হবে
শিশিরঃ- তো বুঝাও
মর্জিনাঃ- একটু কাছে এসো
শিশিরঃ- বোঝানোর জন্য কাছে যাওয়ার কী দরকার
মর্জিনাঃ- কাছে না আসলে বোঝবে না,কাছে এসো কানে কানে বলছি
শিশিরঃ- ওকে (কাছে গিয়ে)
মর্জিনাঃ- চোখ বন্ধ করো
শিশিরঃ- আবার চোখ বন্ধ করতে হবে কেন
মর্জিনাঃ- এতো প্রশ্ন করো কেন,যা বলছি তা করো (রেগে)
শিশিরঃ- ওকে (চোখ বন্ধ করে)
মর্জিনাঃ- উমমমমমা (কিস দিয়ে)
শিশিরঃ- এটা কী হলো
মর্জিনাঃ- এবার বুঝতে পারছো
শিশিরঃ- না তো
মর্জিনাঃ- তাহলে আবার চোখ বন্ধ করো
শিশিরঃ- আরে না না, পারবো না
মর্জিনাঃ- তাহলে বলো
শিশিরঃ- কী
মর্জিনাঃ- এখনো বুঝতে পারো নাই,দাড়াও
শিশিরঃ- এ, পারছি পারছি
মর্জিনাঃ- তাহলে বলো
শিশিরঃ- পারবো না
মর্জিনাঃ- কেন
শিশিরঃ- না এমনি
মর্জিনাঃ- ঐ,অন্য কেউ আছে নাকি
শিশিরঃ- কেন
মর্জিনাঃ- প্রাণে মেরে ফেলবো,তুমি শুধু আমার
শিশিরঃ- এই তুমি কী পাগল হয়ে গেছো
মর্জিনাঃ- হুম তোমার জন্য
শিশিরঃ- আমি কী বলেছে, আমার অন্য কেউ আছে
মর্জিনাঃ- তাহলে বলো,ভালোবাসো আমায়
শিশিরঃ- না
মর্জিনাঃ- কেন
শিশিরঃ- মা-বাবা,ভাবি এটা মেনে নিবে না
মর্জিনাঃ- কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না
শিশিরঃ- পাগলামি করো না,আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো,কিন্তু ভাবিকে কী জবাব দিবো
মর্জিনাঃ- আপু তোমাকে কিছু বলবে না
শিশিরঃ- আচ্ছা পরে কথা হবে, এখন যাও আমি একটু আরাম করবো
মর্জিনাঃ- কী আমাকে কাঁদিয়ে তুমি আরাম করবে,দাড়াও দেখাচ্ছি মজা (ধাক্কা দিয়ে)
শিশিরঃ- এই এই.
চলবে....
বিঃদ্রঃ- ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Post a Comment