গল্পঃ- ভাবির ছোট বোন...
পর্বঃ- ৯
লেখকঃ- Md Monir Uddin Shisir
আমাকে ধাক্কা দিয়ে পেলে দিয়ে মর্জিনা আমার বুকের উপর বসে পড়েছে
শিশিরঃ- এই কি করছো,লাগছে তো
মর্জিনাঃ- আগে বলো
শিশিরঃ- কী বলবো?
মর্জিনাঃ- I love u
শিশিরঃ- না,হবে না
মর্জিনাঃ- কেন?
শিশিরঃ- এমনি,আমার ভালো লাগে না
মর্জিনাঃ- ঐ তোর কী অন্য কেউ আছে
শিশিরঃ- না তো
মর্জিনাঃ- তুই বলবি নাকি আমাকে কিছু করতে হবে
শিশিরঃ- বলবো না,যা পারো করো
মর্জিনাঃ- ওকে
তখনই আমার ঠোঁট সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলো,অনেকক্ষণ পর ছাড়ে দিলো,আমার তো দমবন্ধ হওয়ার মতো অবস্থা
শিশিরঃ- এই কী করো,এসব
মর্জিনাঃ- বলো ভালোবাসি
শিশিরঃ- না বলবো না
মর্জিনাঃ- তাহলে আবার দেয়
শিশিরঃ- এই না না
মর্জিনাঃ- তাহলে বলো
শিশিরঃ- কী বলবো
মর্জিনাঃ- ন্যাকামি করলে আবার দিবো
শিশিরঃ- ওকে বলছি
মর্জিনাঃ- বলো
★★[ এই গল্পের লেখক Md Monir Uddin Shisir কিছু লোক এই গল্প কপি করে নিজের নামে চালিয়ে দেয়, তাদের এড়িয়ে চলুন]★★
শিশিরঃ- কী যেন বলতে বলেছিলে
মর্জিনাঃ- আমি এবার দিবো কিন্তু
শিশিরঃ- আরে বলছি তো
মর্জিনাঃ- বলো না😡(রেগে)
শিশিরঃ- I love u
মর্জিনাঃ- I love u 2
শিশিরঃ- এবার খুশি তো
মর্জিনাঃ- হুম জানু
শিশিরঃ- এবার নামো,আমার পেট ব্যথা করছে
মর্জিনাঃ- হুম, সোনা আমাকে কবে বিয়ে করবে (নেমে)
শিশিরঃ- কিসের বিয়ে,মাথা খারাপ
মর্জিনাঃ- তো কী করবে
শিশিরঃ- কিছু না,এখন যাও এখান থেকে
মর্জিনাঃ- এই হবু বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে
শিশিরঃ- কিসের বউ,কার বউ
মর্জিনাঃ- কেন?আমি তোমার বউ
শিশিরঃ- এখন যাও তো
মর্জিনাঃ- ওকে
মর্জিনা চলে গেলো,আমি ঘুমিয়ে গেলাম, রাত ৮ টায় জেগে গেছি
মাঃ- খেতে আয়
শিশিরঃ- আসতেছি,তুমি যাও
খেতে গেলাম,সবাই খাবার নিয়ে বসে আছে,আমিও বসে পড়লাম,খাবার খাচ্ছি তখনই মর্জিনা আমার পায়ে উপর পা তুলে দিলো
শিশিরঃ- ভাবি,টেবিলের নিচে কী বিড়াল আছে
ভাবিঃ- বিড়াল আসবে কোথায় থেকে
শিশিরঃ- পায়ে উপর বিড়ালের পা পড়ছে মনে হচ্ছে
মর্জিনাঃ- তাই নাকি,আমি দেখি তাহলে
মর্জিনা নিচু হয়ে এবার পায়ে চিমটি কাটা শুরু করেছে
শিশিরঃ- ভাবি,বিড়াল তো এবার কামড় দিচ্ছে
ভাবিঃ- ও তাই নাকি,তাহলে বিড়ালটাকে কী করা যায় বলো তো
মর্জিনাঃ- আপু,তুই বরং বিড়ালটাকে তোর দেবরের সাথে বিয়ে দিয়ে দে
মাঃ- কী বলছো তোমরা,আমার হিরের টুকরো ছেলে বিড়াল বিয়ে করবে কেন?দেশে কী মেয়ের অভাব পড়েছে
ভাবিঃ- মা,এটা কিন্তু সেই বিড়াল না
মাঃ- তো কেমন বিড়াল
ভাবিঃ- দুই পা ওয়ালা বিড়াল
মাঃ- বুঝছি এবার 🙁
খাওয়া দাওয়া শেষ করে, রুমে গেলাম,তখনই...
চলবে....
বিঃদ্রঃ- ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Post a Comment