গল্পঃ- ভাবির ছোট বোন...
পর্বঃ- ১০
লেখকঃ- Md Monir Uddin Shisir
আমি রুমে যাচ্ছি, তখনই দেখি মর্জিনাও আমার পিছনে পিছনে আসতেছে
শিশিরঃ- কই যাও
মর্জিনাঃ- আমার যেখানে ইচ্ছে যাবো,তাতে তোমার কী
শিশিরঃ- আমার কিছু না কিন্তু
মর্জিনাঃ- কিন্তু কী 😡
শিশিরঃ- তুমি আমার পিছনে আসছো কেন
মর্জিনাঃ- কে বলেছে আমি তোমার পিছনে যাচ্ছে
শিশিরঃ- আমি নিজেই দেখতেছি,আবার কাকে বলতে হবে নাকি
মর্জিনাঃ- আমি তো তোমার পিছনে যাচ্ছে না
শিশিরঃ- তো কার পিছনে যাচ্ছো
মর্জিনা আমার হবু বরের পিছনে
শিশিরঃ- তোমার হবু বরটা কে?
মর্জিনাঃ- তুমি গো সোনা তুমি
শিশিরঃ- দিবো একটা, সব একটা ফাইজলামি
মর্জিনাঃ- ও তাই নাকি,ওকে তুমি যাও আমি গেলাম
শিশিরঃ- ওকে বাই
আমি রুমে গিয়ে শুয়ে আছি,চোখে একটু একটু ঘুম আসতেছে,এমন বুকের উপর কারো উপস্থিতি টের পেলাম
শিশিরঃ- কে?
মর্জিনাঃ- তোমার বউ
শিশিরঃ- এই পাগলী একটা,এতো রাতে এখানে কী কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে,তাড়াতাড়ি বের হও
মর্জিনাঃ- সর্বনাশ হলে তোমার হবে,আমার কী
শিশিরঃ- কী সাংঘাতিক মেয়েরে বাবা,নিজের কী একটুও ভয় লাগে না
মর্জিনাঃ- (মনে মনে, আন্টি ও আপু দুইজনকেই রাজি করে ফেলেছি, আমার আমার কিসের ভয় 😀😀) না আমার ভয় লাগে,ইজ্জত গেলে তোমার যাবে আমার না
শিশিরঃ- প্লিজ এখন যাও
মর্জিনাঃ- যেতে পারি,তবে একটা শর্ত আছে
শিশিরঃ- আমি সব শর্তে রাজি, কী শর্ত বলো
মর্জিনাঃ- কোনো চিন্তা ভাবনা না করেই রাজি হয়ে যাচ্ছো,পরে কিন্তু সহ্য করতে পারবে না
শিশিরঃ- যা হোক, এখন বলো
মর্জিনাঃ- আমায় বিয়ে করতে হবে
শিশিরঃ- 😳😳 কী বলছো এসব,তা কোনো দিন সম্ভব না
মর্জিনাঃ- কেন সম্ভব না
শিশিরঃ- তুমি বুঝতে চেষ্টা করো,কেউ এই ব্যাপার মেনে নিবে না
মর্জিনাঃ- সবাইকে রাজি করার দায়িত্ব আমার
শিশিরঃ- ওকে,তুমি রাজি করাতে পারলে,আমার আপত্তি নেই
মর্জিনাঃ- সত্যি 😊
শিশিরঃ- হুম,এখন যাও
মর্জিনাঃ- যাবে না
শিশিরঃ- কেন?আবার কী হলো
মর্জিনাঃ- একটা কিস দাও
শিশিরঃ- না,তা হবে না
মর্জিনাঃ- তাহলে যাবো না
শিশিরঃ- প্লিজ পাগলামি করো না,কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে
মর্জিনাঃ- দেখলে দেখুক, আমি যাবো না
শিশিরঃ- উমমমমা (কিস দিয়ে) এবার যাও
মর্জিনাঃ- এক পাশে দিলে হয় না,দুই গালেই দিতে হবে
শিশিরঃ- এই সব কিছুর একটা লিমিট থাকে,তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো
মর্জিনাঃ- তোমাকে পাওয়ার জন্য কিছু করতে পারি,এ-তো কিছুই না
শিশিরঃ- দিবো না,আমি ঘুমালাম,তুমি যা ইচ্ছে করো
মর্জিনা রাগ করে চলে গেলো,আমিও ঘুমিয়ে গেলাম, সকালে দেখি মর্জিনা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে
একদম বাচ্চাদের মতো লাগছে, আমি একটু ভয় পেয়ে গেলাম, মর্জিনা তো চলে গিয়ে ছিলো আবার আসলো কখন
যদি কেউ দেখে,আল্লাহ আমাকে বাঁচাও
শিশিরঃ- এই তুমি এখানে কেন
মর্জিনাঃ- রাতে তো খুব আদর করে বুকে জড়িয়ে নিয়েছো,এখন রেগে যাচ্ছো কেন
শিশিরঃ- কী যা-তা বলছো,আমি তোমাকে জড়িয়ে ধরবো কেন
মর্জিনাঃ- এখনও তো আমি তোমার বুকে আছি,এরচেয়ে বেশি প্রমাণ কী চাও
শিশিরঃ- মিথ্যা বলবে না,এখন উঠো তাড়াতাড়ি, কেউ দেখে ফেলবে
মর্জিনাঃ- এতো ভয় পাওয়ার কিছু নেই,আমি সকালে তোমাকে ডাকতে এসেছিলাম, কিন্তু তোমাকে ঘুমন্ত অবস্থায় এতো কিউট লাগছিলো,আমি লোভ সামলাতে পারি নাই,এজন্যই তোমার বুকে মাথা রেখে শুয়ে পড়েছি
শিশিরঃ- ওফ,এখন যাও,আমি ঘুমাবো
মর্জিনাঃ- মাথা খারাপ, এখন কয়টা বাজে সে খেয়াল আছে
শিশিরঃ- কয়টা বাজে
মর্জিনাঃ- ৯ টা
শিশিরঃ- 😳😳😳
মর্জিনা এখন ফ্রেন হয়ে নাও,আমি চলে যাবো,তোমাকেও যেতে হবে
শিশিরঃ- আমি পারবো না,তুমি একা যাও
মর্জিনাঃ- এই তুমি কেমন পুরুষ, একটা মেয়েকে একা যেতে বলো
শিশিরঃ- তুমি কীভাবে যাবে,সেটা তো আমার দেখার বিষয় না
মর্জিনাঃ- একটা দিয়ে মাথা পাটিয়ে দিবো,তাড়াতাড়ি এসো
শিশিরঃ- ওকে যাও আমি আসতেছি
চলবে...
বিঃদ্রঃ- ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
#সকল_পাঠকদের_দৃষ্টি_আকর্ষণ_করছিঃ- কিছু কপিবাজ আমার গল্প কপি করে নিজের নাম দিয়ে চালাচ্ছে
আপনারা সেই সব কপিবাদের এড়িয়ে চলুন,এবং দেখা মাত্রই কপিবাজ বলে কমেন্ট করেন
ধন্যবাদ
Post a Comment