গল্পঃ- ভাবির ছোট বোন... 

পর্বঃ- ২


লেখকঃ- Md Monir Uddin Shisir 


বিয়ে শেষ সবাই যার যার মতো রুমে চলে গেলো,আমি ঘুমানোর সময় দরজা লক করি না,কেননা বাড়ির ছোট ছেলে, বাড়ির সব ধরনের কাজে আমাকেই আগে যেতে হয়,কারণ বাবা ভাইয়া তো বাহিরে থাকে


সকালে যে দরজা নক করেছে, ভাবতেছি কে হতে পারে এতো সকালে, বাড়ির সবাই তো জানে আমি দরজা লক করি না, সেক্ষেত্রে বাড়ির কেউ হলে তো সোজা রুমে ঢুকে যেতে,তাহলে কী নতুন ভাবি, না নতুন ভাবি এতো সকালে উঠবে কেন,তাহলে কে হতে পারে,এতো ভাবনা চিন্তা বাদ দিয়ে ডাক দিলাম 


শিশিরঃ- কে 


নিলাঃ- আমি


শিশিরঃ- আমি মানে কে?আর দরজা খুলা আছে,আসতে পারেন


তখন দেখি নিলা আমার রুমে প্রবেশ করলো,হাতে চা নিয়ে,আমি তো অবাক এতো সকালে চা নিয়ে হাজির


নিলাঃ- উঠেন,আন্টি চা পাঠিয়েছে খেয়ে নিন


শিশিরঃ- টেবিলে রাখুন (আমি ফ্রেশ হতে যাচ্ছি)


নিলাঃ- ঐদিকে কোথায় যাচ্ছেন 


শিশিরঃ- ফ্রেশ হতে


নিলাঃ- চা ঠান্ডা হয়ে যাবে


শিশিরঃ- আমি মুখ পরিষ্কার না করে, কিছু খেতে পারি না


নিলাঃ- তাহলে তাড়াতাড়ি আসেন


শিশিরঃ- ওকে


আমি ফ্রেশ হতে চলে গেলাম,আর নিলার আমার রুম দেখে অবাক দৃষ্টিতে চার দিকে তাকাচ্ছে,আমার রুমটা আমি মনের মতো করে সাজিয়ে রেখেছি, বিভিন্ন খেলোয়াড়দের ছবি,বিশেষ করে মেসির ছবি তো আছেই,এছাড়া আরও নানা ভাবে সাজিয়ে রেখেছি, সাথে কয়েকটি ফুলের টপ জানালার পাশে


আমি ফ্রেশ হয়ে এসে দেখি,নিলার চার দিকে তাকাচ্ছে,


শিশিরঃ- কী দেখছেন এভাবে 


নিলাঃ- আপনার রুম তো সত্যি অনেক সুন্দর 


শিশিরঃ- ধন্যবাদ,আপনি এবার যেতে পারেন 


নিলাঃ- কেন যাবো কেন


শিশিরঃ- আমার রুমে আপনি কী করবেন


নিলাঃ- আপনি চা শেষ করুন,আমি ততক্ষণে আপনার রুমটা দেখি


শিশিরঃ- ওকে দেখুন,তবে নজর দিয়েন না আবার 


নিলাঃ- নজর দিবো কেন হে,এখানে এমন কী আছে যে নজর দিবো


শিশিরঃ- আছে অনেক জিনিস 


একটু পর নিলা চলে গেলো,আমি চা-টা শেষ করে মোবাইল টিপতেছি,হঠাৎ আবার নিলার আগমন 


শিশিরঃ- আবার কী?


নিলাঃ- আন্টি আপনাকে ডাকছে


শিশিরঃ- ওকে,আপনি যান আমি আসতেছি 


নিলাঃ- তাড়াতাড়ি আসতে বলছে


শিশিরঃ- ওকে যান আপনি


একটু পর নিচে গেলাম


শিশিরঃ- মা আমাকে ডেকেছো


মাঃ- হ্যা


শিশিরঃ- হুম বলো কী বলবে


মাঃ- বলছি,নিলাকে আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখা


শিশিরঃ- আমি পারবো না


মাঃ- কেন কী হয়েছে 


শিশিরঃ- মেয়ে নিয়ে ঘুরা আমার পক্ষে সম্ভব না


নিলাঃ- এই যে মিস্টার, আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে 


শিশিরঃ- কীসের সন্দেহ 


নিলাঃ- মেয়েদের এতো ভয় পাওয়ার কী আছে,আপনি পুরুষ নাকি মেয়ে 


শিশিরঃ- আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন 


নিলাঃ- বাড়াবাড়ি দেখেছেন কী হে


মাঃ- এই সকাল সকাল তোরা ঝগড়া করবি নাকি, নিলা মা তুমি তৈরি হয়ে নাও,আর শিশির তুই নিলাকে নিয়ে ঘুরে আসবি এটা আমার আদেশ


শিশিরঃ- ওকে,যান তাড়াতাড়ি রেডি হয়ে আসেন (নিলালে উদ্দেশ্য করে) 


কিছুক্ষণ পর নিলা রেডি হয়ে এসেছে,ওমা এ আমি কী দেখছি, একটি নীল শাড়ী পড়েছে,হলকা মেকআপ, আমি তো চোখ ফিরাতে পারছি না,এটা মেয়ে নয় যেন পরী আমার সামনে


নিলাঃ- ও হ্যাল,মুখে মশা ঢুকে যাবে,এভাবে কী দেখছেন


শিশিরঃ- ও কিছু না,আপনি রেডি


নিলাঃ- চোখে কী কম দেখেন


শিশিরঃ- আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, আসুন


এরপর দুজনেই বাহিরে গেলাম, আর নিলাকে আমাদের গ্রাম দেখাচ্ছি 


নিলাঃ- সত্যি আপনাদের গ্রাম অনেক সুন্দর 


শিশিরঃ- ধন্যবাদ 


নিলাঃ- আমাদের গ্রামে গেলে,আপনাকে এটা শোধ করে দিবো


শিশিরঃ- কী শোধ করে দিবেন


নিলাঃ- এখন যে আপনি আমাকে সময় দিচ্ছেন,আমাদের গ্রামে গেলে আমিও আপনাকে সময় দিবো


শিশিরঃ- ওকে,যদি কখন যায় আর কী


নিলাঃ- কখন মানে কী, কালই যেতে হবে


শিশিরঃ- কাল যাবো কেন


নিলাঃ- আমাকে কে পৌঁছে দিবে


শিশিরঃ- আমি কী জানি


নিলাঃ- আপনাকে যেতে হবে


শিশিরঃ- আমি পারবো না,আপনার জামাই বাবুকে বলবেন


নিলাঃ- আপনাকে কী ভাবে নিয়ে যেতে হবে, তা আমি ভালো করে জানি


এভাবে কথা বলে হাঁটতেছি,হঠাৎ করে নিলা পা পুচকে নিচে পড়ে গেলো


নিলাঃ- ওমা গো,আমার পা গেলো গো (ন্যাকা কান্না করে)


শিশিরঃ- ও হ্যালো,কী হয়েছে আপনার 


নিলাঃ- আমার পা ভেঙে গেছে, আমি হাটতে পারবো না


শিশিরঃ- তো এখন কী হবে,আচ্ছা আপনি বসে থাকেন আমি গাড়ির ব্যবস্থা করি


নিলাঃ- আমি এতোক্ষণ বসে থাকতে পারবো না


শিশিরঃ- তো কী ভাবে যাবেন


নিলাঃ- আপনি,আমাকে কোলে নেন


শিশিরঃ- ছি ছি,আমার ধারা সম্ভব না


নিলাঃ- ওমা গো,মরে গেলাম গো


শিশিরঃ- ঐ চুপ কর,বেশি বকবক করে


নিলাঃ- আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চলো,ব্যথার ঔষধ খেতে হবে,ওমা গো মেরে গেলাম গো


শিশিরঃ- ওকে 😡😡 (রাগী ভাবে)


এরপর নিলাকে কোলে নিয়ে হাঁটতেছি,মেয়েটা আমার গলা জড়িয়ে ধরে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে 


শিশিরঃ- এভাবে কী দেখছেন 


নিলাঃ- কিছু না


শিশিরঃ- তাহলে আমার দিকে তাকিয়ে আছেন কেন


নিলাঃ- তাহলে কী আমি চোখ বন্ধ করে রাখবো


শিশিরঃ- বেশি কথা বললে,এখানেই পেলে দিয়ে চলে যাবো


নিলাঃ- না না আর হবে,(মনেমনে-- পাগল পোলা,আমার তো কিছুই হয় নি,তোর কোলে উঠার জন্য সামান্য নাটক করছি) 


শিশিরঃ- কী ভাবছেন 


নিলাঃ- ভাবছি আপনি অনেক ভালো


শিশিরঃ- হয়েছে হয়েছে আর পাম দিতে হবে না


নিলাঃ- আরে পাম দিচ্ছি না,সত্যি বলছি


কথা বলতে বলতে আমাদের বাড়িত সামনে চলে এলাম


নিলাঃ- এবার আমাকে নামিয়ে দাও,আমি যেতে পারবো


শিশিরঃ- না আপনি পারবেন না,আমি আমাকে আপনার রুমে দিয়ে আসি


নিলাঃ- না কেউ দেখে ফেলবে 


শিশিরঃ- দেখলে সমস্যা কী,আপনার পা ব্যথা এজন্যই তো কোলে নিয়েছি,এমনি এমনি তো নেয় নি


নিলাঃ- বেশি কথা বলেন (কোল থেকে নেমে)


নামার পর,দৌড়ে ঘরে চলে গেলো,আমি তো অবাক হয়ে গেছি,এই মেয়ে এতোক্ষণ নাটক করেছে আমার সাথে


আচ্ছা একটু অপেক্ষা করো,আমিও দেখে নিবো,এরপর ভিতর গেলাম


চলবে...


বিঃদ্রঃ- ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

Post a Comment

Previous Post Next Post