গল্পঃ- ভাবির ছোট বোন...
পর্বঃ- ৩
লেখকঃ- Md Monir Uddin Shisir
ভিতরে গেলাম,যাওয়ার পর মা বললো
মাঃ- কী রে,এতো তাড়াতাড়ি চলে এলে যে
শিশিরঃ- নিলা চলে এসেছে
মাঃ- কেন
শিশিরঃ- জানি না
মাঃ- তুই ফ্রেশ হয়ে আয়,আমি নাস্তা দিচ্ছি
শিশিরঃ- ওকে
ফ্রেশ হয়ে এসে নাস্তা করে একটু বাহিরে গেলাম,বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য
রিয়াদঃ- ঐ ভাবি পেয়ে আমাদের ভুলে গেলি
শিশিরঃ- দিবো একটা, ফাজিল কোথাকার
রিয়াদঃ- সত্যিই তো বলছি
শিশিরঃ- তোদের কী ভাবে ভুলবো বল,তোরা তো আমার একটু খরবও নিলি না,আর রাকিব কোথায়
রিয়াদঃ- সে তো আজও আসে নি
শিশিরঃ- কেন
রিয়াদঃ- বলেছে,আরও কিছুদিন পর আসবে
শিশিরঃ- ওকে,আচ্ছা আমি যায়,বাসায় কাজ আছে
রিয়াদঃ- ওকে,সাবধানে যাস
শিশিরঃ- ওকে
এরপর বাসায় চলে গেলাম, গিয়ে একটু ঘুম দিলাম,বিকালে ঘুম ভাঙলো নিলার ডাকে
শিশিরঃ- কী হয়েছে, ডাকছেন কেন
নিলাঃ- আন্টি ডাকছে,আমি না
শিশিরঃ- আন্টির চামচা (ছোট করে)
নিলাঃ- কী বললেন
শিশিরঃ- কই কিছু না,আপনি যান
নিলাঃ- আন্টি এখুনি যেতে বলেছে
শিশিরঃ- আপনি যান, আমি আসতেছি
একটু পর নিচে গেলাম
মাঃ- নিলা চলে যাবে
শিশিরঃ- তো আমি কী করবো
মাঃ- তুই গিয়ে ওকে পৌঁছে দে
শিশিরঃ- আমি পারবো না
মাঃ- কেন পারবি না
শিশিরঃ- আমি কেন যাবো,ওনার জামাই বাবুকে বলতে বলো
মাঃ- বেশি বকবক করবি না,যা বলছি তাই কর,তাড়াতাড়ি রেডি হ
শিশিরঃ- আমি যাবো
ভাবিঃ- ঐ কেন যাবি না (পিছন থেকে)
শিশিরঃ- ভাবি,আমার যেতে ইচ্ছে করছে না
ভাবিঃ- আমি বলছি যেতে হবে
শিশিরঃ- ভাবি (মন খারাপ করে)
ভাবিঃ- ওকে যেতে হবে না,আমার কথা রাখবে কেন,আমি তো তোমার কেউ না,পরের মেয়ে
শিশিরঃ- ভাবি, তুমি এভাবে বলতে পারলে,আমি না তোমার ছোট ভাই
ভাবিঃ- ছোট ভাই হলে তো আমার কথা রাখতে
শিশিরঃ- ওকে আমার লক্ষী ভাবি,আমি যাবো
ভাবিঃ- আমি জানতাম তুমি যাবে
মাঃ- তাড়াতাড়ি রেডি হ,নিলা মা তুমিও রেডি হয়ে নাও
রেডি হয়ে বের হলাম,নিলাকে দেখে ক্রাশ খেলাম,সত্যি বলে বুঝাতে পারবো না, নিলা যা লাগছে, নীল শাড়ি পড়ছে,যেন নীল পরী
মাঃ- সাবধানে যাস
শিশিরঃ- ওকে,মা
এরপর একটা রিক্সা নিয়ে চলতে শুরু করলাম,
নিলাঃ- আমাকে কেমন লাগছে
শিশিরঃ- 😱😱 (আমি তো অবাক কী বলবো বুঝতে পারছি না)
নিলাঃ- চুপ করে আছেন কেন
শিশিরঃ- পেত্নীর মতো লাগছে
নিলাঃ- শিশির ভালো হবে না কিন্তু
শিশিরঃ- আমি দোষ কী,আপনি জিজ্ঞেস করেছেন, আমি বলেছি
নিলাঃ- আমি পেত্নী (রেগে)
শিশিরঃ- তা নয় তো কী, পরী
★★[ এই গল্পের লেখক Md Monir Uddin Shisir কিছু লোক এই গল্প কপি করে নিজের নামে চালিয়ে দেয়, তাদের এড়িয়ে চলুন]★★
নিলাঃ- হুম আমি পরী
৩০ মিনিট পর নিলার বাসায় চলে গেলাম, এরপর ভিতর গেলাম,সবাই আমাকে দেখে খুশি হয়ে গেলো
ভাবির মাঃ- এসো বাবা,কেমন আছো
শিশিরঃ- আলহামদুলিল্লাহ আন্টি, ভালো
ভাবির মাঃ- নিলা তুই,শিশিরকে রুমে নিয়ে যা
এরপর আমি একটা রুমে গিয়ে বসলাম, ফ্রেশ হলাম,বিভিন্ন রকমের নাস্তা দিচ্ছি, আমি খেতেও পারছি না,বেশি অতিরিক্ত হয়ে গেছে, সবাই চলে গেলো, আমি আর নিলা আছি
শিশিরঃ- এই যে মিস নিলা,আমি এতো খেতে পারছি না
নিলাঃ- না পারলেও খেতে হবে
দিশা (নিলার চাচাতো বোন)ঃ- নিলা এদিকে শুন
নিলাঃ- আসতেছি
এরপর নিলা বাহিরে চলে গেলো
দিশাঃ- কী রে,দুই বোন এক ঘরের বউ হবি নাকি
নিলাঃ- কেন
দিশাঃ- যে ভাবে শিশিরের সাথে লেগে আছিস,এতে তে বুঝায় যাচ্ছে, তুই শিশিরের প্রেমে হাবুডুবু খাচ্ছিস
নিলাঃ- আরে না, তা কিছু না
দিশাঃ- আরে হবে না কেন,দেখতে যা কিউট,যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে
নিলাঃ- ও তাই নাকি,তাহলে তুই যা গিয়ে প্রেম কর
দিশাঃ- দাড়া এখুনি যাচ্ছি
একটু পর দিশা আমার রুমে এলো
দিশাঃ- হাই হ্যান্ডসাম
শিশিরঃ- সরি,আমার নাম শিশির
দিশাঃ- জানি,আপনি আমার দুলাভাই
শিশিরঃ- সরি,আপনার ভুল হচ্ছে, আমি আপনার দুলা-ভাইয়ের ছোট ভাই
দিশাঃ- আরে না,আপনিও আমার দুলাভাই
শিশিরঃ- মানে
দিশাঃ- সময় হলে বুঝবেন
দিশা চলো গেলো,একটু পর নিলার হাজির
শিশিরঃ- আমাকে চলে যাতে হবে,আপনি একটু আন্টিকে বলবেন
নিলাঃ- এই আপনি আপনি করেন ক্যান,তুমি করে বলতে পারো না
শিশিরঃ- আপনিও তো বলেন না
নিলাঃ- আবারও আপনি
শিশিরঃ- সরি,তুমি
নিলাঃ- আজ যাওয়া হবে না
শিশিরঃ- কেন
নিলাঃ- আজ নয়,কালও যেতে পারবে না
শিশিরঃ- কিন্তু কেন
নিলাঃ- আমাদের বাড়িতে এসেছো,দুই-এক ঘুরে যাবে না
শিশিরঃ- আমার এতো সময় নেই
নিলাঃ- কিন্তু এখন তো রাত হয়ে গেছে
শিশিরঃ- সমস্যা নেই,আমি যেতে পারবো
এই বলে আমি উঠে বের হতে যাচ্ছি, এমন সময় নিলা দৌড়ে এসে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরেছে
শিশিরঃ- এই কী করছো,কেউ দেখলে খারাপ ভাববে
নিলাঃ- খারাপ ভাবলে আমার কী
শিশিরঃ- মানে কী,তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে, ছাড়ুন
নিলাঃ- ছাড়তে পারি তবে এক শর্তে
শিশিরঃ- কী শর্ত
নিলাঃ-তুমি আজ যেতে পারবে না,কয়েক দিন পর যাবে
শিশিরঃ- না হবে,আজ না গেলেও কাল চলে যাবো
নিলাঃ- তাহলে আমি চিৎকার করি
শিশিরঃ- এই না না,আমি রাজি
নিলাঃ- এই তো গুড বয়,এখন নিচে চলে খাবার খেতে
শিশিরঃ- তুমি যাও আমি আসতেছি
চলবে...
বিঃদ্রঃ- ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Post a Comment