গল্পঃ- ভাবির ছোট বোন... 

পর্বঃ- ৪


লেখকঃ- Md Monir Uddin Shisir


নিচে গিয়ে দেখি সবাই টেবিলে বসে আছে, আমার জন্য 


আন্টি(ভাবির মা)ঃ- এসো বাবা,তোমার জন্য অপেক্ষা করে আছি


আংকেল(ভাবির বাবা)ঃ- আরে এসো লজ্জা পাচ্ছো কেন,আমরা তো তোমার বাবা মার মতো


আমি গিয়ে বসে গেলাম,সবাই খাওয়া দাওয়া করে, উঠে যাচ্ছি 


আন্টিঃ- শিশির 


শিশিরঃ- হ্যা আন্টি


আন্টিঃ- তুমি উপরের রুমে থাকবে,তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয়,তাহলে নিলাকে বলবে,সে তোমার পাশের রুমে থাকবে


শিশিরঃ- আচ্ছা ঠিকআছে 


সবাই ঘুমিয়ে গেলাম, মধ্যেরাতে প্রচন্ড ঝড়-বৃষ্টির হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, তখনই কে যে আমার দরজা নক করেছে, আমি তো ভয় পেয়ে গেলাম,এতো রাতে কে দরজায় নক করবে,কোনো জিন ভুৎ নয় তো,তবে আমি এসবকে ভয় পায় না 


এগিয়ে গিয়ে দরজা খুলতেই নিলার আমার উপর চেপে পড়লো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে,এমন ভাবে জড়িয়ে ধরে আছে,যেন আমাকে ছাড়ালে তাকে কেউ মেরে ফেলেবে


আমি তাকে নিয়ে গিয়ে বসালাম, লাইট অন করে, পানি দিলাম


শিশিরঃ- কী হয়েছে তোমার 


নিলাঃ-..... 


শিশিরঃ- তুমি ভয় পেয়েছো? 


নিলাঃ- হুম (ভয়ে ভয়ে)


শিশিরঃ- কেন কী হয়েছে? 


নিলাঃ- বিদ্যুৎ চমকাচ্ছে 


শিশিরঃ- ওহ,তাই এভাবে ভয় পেতে হয়,আচ্ছা তুমি রুমে গিয়ে শুয়ে যাও,কিছু হবে না


নিলাঃ- না আমি যাবো না


শিশিরঃ- তো কী করবে


নিলাঃ- এখানে থাকবো 


শিশিরঃ- আমি কোথায় থাকবো


নিলাঃ- আমার পাশে 


শিশিরঃ- কী বলছো তুমি,পাগল হয়ে গেছো নাকি


নিলাঃ- প্লিজ আমার খুব ভয় করছে


শিশিরঃ- আচ্ছা তাহলে তুমি উপরে শুয়ে পড়ো,আমি নিচে ঘুমাবো


নিলাঃ- আচ্ছা 


এরপর ঘুমিয়ে গেলাম, সকালে হলো জানতেই পারি নি,ঘুমা থেকে উঠে দেখি নিলা নাই,হয়তো আগে উঠে চলে গেছে


একটু এর নিলা এলো,হাতে চা নিয়ে


শিশিরঃ- ওহ,তুমি 


নিলাঃ- হুম,সরি


শিশিরঃ- কেন


নিলাঃ- আমার জন্য কাল আপনাকে নিচে ঘুমাতে হলো


শিশিরঃ- সমস্যা নেই, মানুষের জন্যই তো মানুষ 


নিলাঃ- ও তাই বুঝি


শিশিরঃ- হুম


নিলাঃ- চা খেয়ে নাও


শিশিরঃ- আগে ফ্রেশ হয়ে আসি


নিলাঃ- তাড়াতাড়ি যাও


ফ্রেশ হয়ে এসে চা হাতে নিয়ে খেতে লাগলাম


নিলাঃ- চা কেমন হয়েছে 


শিশিরঃ- ওহ,খুব ভালো


নিলাঃ- সত্যি?


শিশিরঃ- হুম,অসাধারণ 


নিলাঃ- আমি আজ প্রথম চা বানিয়েছি তোমার জন্য 


শিশিরঃ- ওহ তাই,এর আগে কখনো বানাও নি


নিলাঃ- না,আজই প্রথম


এরপর নিচে গেলাম, 


নিলাঃ- চলো,আজ আমাদের গ্রাম ঘুরে দেখবে


শিশিরঃ- চলো


দুজনেই হাটতেছি 


শিশিরঃ- তোমাদের গ্রামও তো অনেক সুন্দর, তবে আমাদের গ্রামের মতো হবে না


নিলাঃ- হুম,তা ঠিক 


★★[ এই গল্পের লেখক Md Monir Uddin Shisir কিছু লোক এই গল্প কপি করে নিজের নামে চালিয়ে দেয়, তাদের এড়িয়ে চলুন]★★


নিলাঃ- আচ্ছা তুমি কি করো


শিশিরঃ- লেখাপড়া 


নিলাঃ- কোথায় পড়ো


শিশিরঃ- আমাদের পাশের কলেজে 


নিলাঃ- ওহ,ইন্টারে?


শিশিরঃ- হুম


নিলাঃ- আমিও তো সেম,তাহলে কী তোমাদের কলেজ ভর্তি হতে পারি


শিশিরঃ- কেন,তুমি এখন কোথায় পড়ো


নিলাঃ- এতোদিন তো শহরে ছিলাম,কিন্তু এখন আর শহরে যাবো না


শিশিরঃ- কেন


নিলাঃ- এখানে এমন একজনকে পেয়েছি, তাকে ছেড়ে শহরে যেতে ইচ্ছে করছে না


শিশিরঃ- ওহ,কে সে


নিলাঃ- আছে একজন 


শিশিরঃ- আমাকে বলা যাবে কী?


নিলাঃ- সময় হলে জানতে পারবেন


শিশিরঃ- ওকে


এরপর ঘুরাঘুরি করে বাসায় চলে গেলাম, দুপুর হয়ে গেছে 


আন্টিঃ- তোমরা এসেছো


শিশিরঃ- হ্যা আন্টি


আন্টিঃ- আচ্ছা, তোমরা বসো,আমি তোমাদের জন্য খাবার দিচ্ছি 


খাবার শেষ, আমি উপরে গিয়ে রেডি হলাম চলে যাওয়ার জন,নিচে এসে আন্টিকে বললাম


শিশিরঃ- আন্টি আমাকে চলে যেতে হবে


আন্টিঃ- সে কী বাবা,কালই তো এসেছো,আরও কিছু থাকো তারপর যাবে


শিশিরঃ- না আন্টি,আমাকে যেতে হবে,কাল কলেজে যেতে হবে


আন্টিঃ- আচ্ছা এখন থাকো,রাতে খাওয়া দাওয়া করে, তার যাবে


শিশিরঃ- ওকে


এরপর রুমে গিয়ে মোবাইল হাতে নিতেই রাকিবের ফোন


রাকিবঃ- ঐ শালা,ভাবি, বেহাইন পেয়ে আমাদের ভুলে গেলি 


শিশিরঃ- শালা,দিবো একটা,তোর সাথে কোনো কথা নাই 


রাকিবঃ- প্লিজ ভাই,রাগ করিস না,কাজ ছিলো তাই তোর ভাইয়ার বিয়ের থাকতে পারি নি,কথা দিচ্ছি তোর বিয়েতে অবশ্য থাকবো


শিশিরঃ- ওকে, রাখছি,কাল কলেজ কথা হবে


রাকিবঃ- ওকে দোস্ত, তাড়াতাড়ি আছিস 


রাতে খাওয়া দাওয়া শেষ করে, বাসায় চলে গেলাম,বাসায় যাওয়ার পর....


চলবে...


বিঃদ্রঃ- ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

Post a Comment

Previous Post Next Post