পিচ্চি চাচাতো বোন যখন অভিমানি বউ-
পার্টঃ-২১
♠ঝুমু আস্তে আস্তে হেটে ভিতরে চলে গেলো। সবার ডিনার করা শেষ হলে আরো ১ ঘন্টা পরে শুরু হলো আবার বাস জার্নি। রাফি ও বাকিরা সবাই আড্ডা দিচ্ছে। কিন্তু এবার ঝুমু ওদের সাথে জয়েন করে নাই। মাথা ব্যাথার দোহাই দিয়ে পিছনে গিয়ে বসেছে। ঝুমু সামনের দিকে তাকিয়ে তাকিয়ে রাফি আর লারার ফাজলামো দেখছে। এতো ওর বুকটা চিনচিন করছে। আর তাকিয়ে থাকতে না পেরে বাহিরের দিকে এক ধ্যানে তাকিয়ে চোখের পানি ফেলছে। এভাবেই ঝুমু ঘুমিয়ে গেলো। ওদিকে আড্ডা দেয়া শেষ হলে রাফি ঝুমুরের পাসে এসে আস্তে করে ছিটে হেলান দিয়ে বসলো। এক ধ্যানে সে ঝুমুর ঘুমান্ত মুখের দিকে তাকিয়ে আছে। রাফি এক হাত দিয়ে ঝুমুর গাল ধরে আছে আর ওর নাকে সাথে নাক ঘসছে♠_
-----রাফিঃ- ইশশ__তুই এতো কিউট কেন বলতো?__মনে হয় তোকে আদরে আদরে নিজের সাথে মিশিয়ে ফেলি।__আমার আদরিনি বউটা। এতো এতো ভালোবাসি তোকে।--(কপালে চুমু খেয়ে)
♠ তারপরে ঝুমুরকে জরিয়ে ধরে সেখানেই ঘুমিয়ে গেলো রাফি। যে ছিটে ঝুমু আর রাপি বসেছে সে ছিটে রাফি পর্দা টানিয়ে দিয়েছে। যাতে করে কেউ সহজে ওদের দেখতে না পারে। ভোর প্রায় ৩ টার দিকে ঝুমুর ঘুম ভাঙলো। আর মাএ ১ ঘন্টা পরে তারা রিসোটে গিয়ে পৌছাবে। ঝুমুর ঘুম ভাঙতেই ও খেয়াল করলো যে রাফি ওকে আষ্টেপৃষ্টে জরিয়ে ধরে ঘুমিয়ে আছে। ঝুমুর ঘুম ঘুম চোখে রাফির দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো রাফির চুল গুলা কপালের সাথে এসে বারি খাচ্ছে জানালা দিয়ে আসা মৃদু বাতাসের কারনে। আর চাদের আলো এসে পরেছে রাফির মুখের উপরে।__ঝুমু আলতো করে ওর নরম হাতের ছোয়া দিয়ে রাফির চুল গুলা এক দিকে ছাইট করে দিলো__রাফিকে এতো কাছে দেখে ঝুমুর মনের মাঝে অসংখ্য ভালোলাগা কাজ করছে_কিন্তু পরক্ষণেই ঝুমুর মনে এক বিষাদময় ছায়া এসে জমা হলো। ওর মনে পরে গেলো কিছুদিন পরে তো রাফির বিয়ে তাও অন্য কারো সাথে। ভাবতেই ঝুমু ডুকরে কেদে উঠলো। রাফির বুকে মুখ গুজে কাদতে লাগলো ঝুমু। শক্ত করে জরিয়ে ধরে আছে রাফিকে ও। আর বিরবির করে বলতে লাগলো_♠
-----ঝুমুঃ- প্লিজ তুমি অন্য কাউকে বিয়ে করো না_তুমি তো জানো তুমি বলতে আমি পাগল_ আমার সমস্ত চিন্তা ভাবনা যে শুধুমাত্র তোমাকে ঘিরে_তবুও কেন এভাবে কাঁদাচ্ছো আমায়?? কেন এভাবে কষ্ট দিচ্ছো?? আর কত কাদতে হবে তোমার জন্য আমায়?? বলো না আর কত কাদতে হবে??--(ওকে শক্ত করে জরিয়ে ধরে)
♠এদিকে ঝুমুর হালকা কান্নার স্বরে অনেক আগেই রাফির ঘুম ভেঙে গিয়েছে। ঝুমুরের কান্না করে তাকে জরিয়ে ধরে বলা সব কথা রাফি শুনে নিয়েছে। এবার রাফি ঝুমুরকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরলো। আর ঘুম ঘুম কন্ঠে বলতে লাগলো_♠
-----রাফিঃ- এই পাগলি কাদছিস কেন?? কেউ কিছু বলেচে না কি?? হুম হুম?--(ঝুমুরের মুখ উপরের দিকে তুলে ওর দু গালে হাত দিয়ে)
♠ঝুমু রাফির প্রশ্নের উওরে কিছু না বলে দু হাত দিয়ে চোখের পানি মুছে। আবার রাফিকে দু হাত দিয়ে আকড়ে ধরলো খুব শক্ত করে। রাফির জ্যাকেটের ভিতরে মুখ গুজে ওর হৃৎস্পন্দন শুনতে লাগলো। রাফি হেসে ফেললো ঝুমুর এমন বাঁচ্চাদের মতো কান্ড দেখে। ও আরো শক্ত করে ঝুমুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিলো। দেখতে।দেখতে ১ ঘন্টা পরে বাস রিসোটে পৌছালো। লাগেজ আর সবার আনা জিনিসপত্র সব রিসোট বয় রা নামাচ্ছে বাস থেকে। আর ওরা সবাই আগেই নেমে পরেছে বাস থেকে। সবাইকে সবার নির্দিষ্ট রুম দেখিয়ে দেয়া হয়েছে। ঝুমু নীলা আর মিলিকে এক রুমে সেয়ার করে থাকতে বলা হয়েছে। আরেক রুমে রাফি নীলাশ রাজ ওদের তিনজনকে সেয়ার করে থাকতে বলা হয়েছে। এবাবে সকলেই সেয়ার করে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। কিছুসময়ের জন্য সবাই রেষ্ট নিয়ে যে যার রুমে চলে গেলো। ঝুমু রুমে গিয়ে ধপাস করে বিছানায় সুয়ে পড়লো। নীলা ও মিলি ওর পিছনে ছিলো। ঝুমুর এমন কান্ড দেখে ওরা চেচিয়ে উঠলো♠
-----নীলাঃ- এই_এই ঝুমু__এসব কি হ্যা?? বাসে বসে সারাটা রাস্তা ঘুমিয়ে এসেছিস__এখন এখানে এসেছো শুয়ে পরেছিস? তোর মতলবটা কি বলতো? কি হয়েছে তোর??
-----ঝুমুঃ-কিছু হয় নি রে। আমার খু্ব টায়ার্ড লাগছে--(দুর্বল কন্ঠে বালিসে মুখ গুজে)
-----মিলিঃ-এই ঝুমু শোন_ আমরা আর আধাঘন্টা পরে পুরা রিসোর্টটা দেখতে বের হবো। so তুই এই আধাঘন্টায় যা ইচ্ছে তা করে নে। তারপরে আর কোনো chance পাবি না। mind it...
♠ এ কথা শুনে ঝুমু উঠে বসলো। আর হেটে হেটে নীলা আর মীলির কাছে আসলো♠
-----ঝুমুঃ- okhy..done..আমি এখনই রেডি হওয়া শুরু করছি। আর হ্যা আজকে আমি মেক_আপও করবো।
♠ঝুমুর কথা শুনে নীলা চমকে উঠলো♠
-----নীলাঃ- এ্যা??
-----ঝুমুঃ- এ্যা না গাধি__হ্যা__আর শোন তোদের বিয়েতে আমি এমন সাজ সাজবো না__সবাই আমাকেই কনে ভাববে।--(হেসে)
♠নীলা গিয়ে ঝুমুর কপালে আর গালে হাত দিয়ে দেখলো♠
-----নীলাঃ- তেরা তাবিয়াত ঠিক তো হে বোইন মেরা??
-----ঝুমুঃ- মেরা তাবিয়াত বেলকুল ঠিক হে মেরা বোহিন__আচ্ছা আমি রেডি হয়ে আসি কেমন?? টাটা__
♠এই বলে ঝুমু ওর লাগেজ থেকে কাপর বের করে ওয়াশরুমে চলে গেলো। নীলা,আর মিলি ঝুমুর যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। প্রায় ২০ মিনিট পরে ঝুমু ফ্রেস হয়ে বের হলো। ও পরনে একটা লং লেহেঙ্গা ..কালোর মধ্যে ছোট ছোট ছাপা ফুলের ডিজাইন__থ্রি কোয়াটার হাতা_কালো লেহেঙ্গার সাথে কালো ওরনা পেচানো গলায়। দেখতে অনেক সুন্দর লাগছে ঝুমুকে। মিলি ও নীলা ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো__♠
-----ঝুমুঃ- এই কেমন লাগছে আমায় হ্যা??
♠ওরা দুজনে আঙ্কুল গুলা 6 এর মতো বানিয়ে♠
-----নীলাঃ- super..সেই লাগছে তোকে দেখতে।
-----মিলিঃ- ওরে বাব্বাস..তোকে দেখতো তো সেই রকমের সুন্দর লাগছে।
-----ঝুমুঃ- Thanks for your comments guys...By the way..তোমরা গিয়ে ফ্রেস হয়ে রেডি হয়ে নাও কেমন?? আর আমি এ সুযোগ আরেকটু সাজগোজ করে নেই।
-----নীলাঃ- আমি কিছুই বুজতে পারছি না মীলি আপু। আজকে ঝুমুর হয়েছেটা কি?? আমি তো ওকে এ পর্যন্ত এ রকম করতে দেখি নাই। পাগল টাগল হয়ে গেলো না কি??
-----মিলিঃ- আমার ও কেমন জানি গোলমার লাগছে রে।।
-----ঝুমুঃ- আরেক একটা কথা বললে সেটা কিন্তু তোদের জন্য ভালো হবে না। আমার সাজগোজ করতে মানা না কি?? আজব তো??--(রাগী কন্ঠে) --যাও তোমরা তাড়াতাড়ি।
♠আর কোনো কথা না বলে মিলি আর নীলা চলে গেলো ফ্রেস হয়ে চেঞ্জ করতে৷ আর ঝুমু লাগেজ থেকে ওর সাজসরঞ্জাম বের করে ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসে সাজতে লাগলো। __((আমি জানি না মেয়েরা কি কি দিয়ে সাজে--I don't know--সবাই বুজে নিবেন))--ঠোটে লাল লিপস্টিক দিয়েছে ঝুমু। কানে হালকা মাঝারি ধরনের দুল। গলায় সিম্পল একটা চেন। রং করা চুল গুলা দুই কাধের দুই পাসে এনে ছেড়ে দিলো। হাতে ঘড়ি দিয়ে নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষন করে হাতে ফোন নিয়ে ফোন টিপতে লাগলো। কিছুক্ষণ পরে নীলা আর মিলি রেডি হয়ে চলে আসলো ♠
----ঝুমুঃ- রেডি তোমরা??--(ফোনের স্ক্রিনে তাকিয়ে)
-----নীলাঃ- হ্যা beauty Queen .. চলো এবার যাওয়া যাক।
♠ঝুমুর ওদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলো। ওরাও একই কাজ করলো। এবার তিনজনের বের হয়ে গেলো রুম থেকে। অন্যদিকে রাফি, রাজ,নীলাশ ওরা আগে থেকেই ফ্রেস হয়ে বাহিরে বসে ব্রেকফাস্ট শেষ করে আড্ডা দিচ্ছে। ওদের সাথে রাজ আর নীলাশের কাজিনরাও আছে। খুব হাসাহাসি হচ্ছে ওদের মাঝে। ওদের সাথে কথা বরতে বলতে রাফির সুইমিংপুলের অপরপাসে চোখ গেলো। সে মুদ্ধ হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওর চারপাশ থমকে গেছে।__ ঝুমুরকে দেখেই ওর চোখ চড়কগাছ হয়ে গেছে।
♠
----রাফিঃ- যে মেয়েটে একদম সিম্পল সাজেই এতো অপরুপ লাগে আবার যদি সেই মেয়ে এতো গরজিয়াস সাজে তাহলে তো হুরপরিকেও হার মানাবে। O..My..god..এমনিতেই এই মেয়েকে সিম্পল সাজে দেখলে নিজেকে কেমন পাগল পাগল মনে হয় সেই মেয়েকে যদি এ সাজে দেখি,,,, ওফ,,,just নেশা লেগে গেছে।
♠ওদিকে ঝুমু নীলা,মিলি ওরা তিনজন গল্প করতে করতে আড্ডা স্থলে গেলো। গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। ঝুমুর ও সবার সাথে খুব হেসে হেসে কথা বলছে। রাফি শান্ত হয়ে শুধু ঝুমুকে লক্ষ্য করছে। রাফির পাসে বসে থাকা রাহাত উটে গিয়ে ঝুমুর পাসে দাড়িয়ে কথা বলতে লাগলো। ওদের কথা শুনে রাফির তো জ্বলে পুরে যাচ্ছে♠
-----রাহাতঃ- এই যে--শুনছেন??
-----ঝুমুঃ- হুমম কিছু কি বলবেন??*-(আন্তরিক কন্ঠে)
-----রাহাতঃ- Exactly.... বলতে চাইছিলাম আজকে না আপনাকে একটু বেশিই সুন্দর লাগছে। আমি তো just crush খায়ে ফেলেছি।
♠ঝুমু এবার পরে গেলো মহা অসস্থিতে। এ প্রশ্নের উওর কি হতে পারে তা ওর জানা নাই। ঝুমুর কিছু বলতে যাবে। তার আগেই রাফি ওদের দিকে রাগে ফুলে ফেপে আসলো। ওদের কাউকে কিছু বলতে না দিয়ে ঝুমুরের কুনুই চেপে ধরে রাহাতকে বললো♠
-----রাফিঃ- Give me only five minite bro....ওর সাথে আমার কিছু কথা আছে__(ঝুমুর দিকে তাকিয়ে)_আয় আমার সাথে-
♠ এই বলে ঝুমুকে টেনে হিচরে নিয়ে যেতে লাগলো। রিসোটের পিছনের বাগানের বাগিচার দিকে। সেখানে নিয়ে বাগিচার মাঝখানে ঝুমুরকে দাড় করালো রাফি♠
-----ঝুমুঃ- আমাকে এখানে নিয়ে আসলে কেন??-(অবাগ হয়ে)
-----রাফিঃ- কারন আছে তাই তো এনেছি।-__আজকে এতো সং সাজার মানে কি??--(ওর দুই কাধ ঝাকিয়ে)
-----ঝুমুঃ- আমি সাজলে তোমার প্রবলেম কোথায়??
-----রাফিঃ- প্রবলেম কোথায় যানিস না? এরকম করে সেজে গুজে মেয়েরা শুধুমাএ তাদের হাজবেন্ডকে দেখায়। পরপুরুষকে না। আর তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। কিভাবে চলবি না চলবি তা শুধু আমি বলবো আর আমি দেখবো। Understand???
-----ঝুমুঃ- কেন?? তুমি দেখবে কেন??.. আর তুমি এসব বলার কে?? হুম??
-----রাফিঃ- আমি বলার কে সেটা দুইদিন পরেই জানতে পারবি। এসবের রাইট তো একমাএ আমার...
♠ এ বলে রাফি ওর পকেট থেকে মিনি ওয়াইপস বের করলো। ওয়াইপস থেকে ঝুমুর কোমড় জরিয়ে নিজের সাথে মিশিয়ে নিলো। তারপরে আস্তে আস্তে করে ওয়াইপস দিয়ে ওর ঠোট ডলতে লাগলো। উদ্দেশ্য লিপস্টিক মুছে ফেলার। ঝুমু শুধু দাড়িয়ে দাড়িয়ে রাফি কি করে সেটা দেখছে বিনা বাক্যে। রাফি খুব যত্নসহকারে ঝুমুর লিপস্টিক মুছে দিলো। তারপরে ঝপাৎ করে ঝুমুরকে উল্টো করে ওর বেরিয়ে থাকা চুল গুলা সুন্দর করে খোপা করে দিলো। এবং গলা থেকে ওড়না সড়িয়ে হিজাবের মতো করে পেচিয়ে দিলো। আবার again ভাবে ঝুমুকে দেখে বললো♠
----রাফিঃ- হুমম এবার একদম পারফেক্ট,,,আর হ্যা,,আর কখনো যেন এমন ভাবে না দেখি। সব সময় হিজাব পরে থাকবি। দরকার হলে হাতে চুরি নাকে নাকফুল ওসব পরবি।
-----ঝুমুঃ- আজব তো__আমি এসব কেন পরবো?? আমার তো এখনো বিয়েই হয় নাই??
----রাফিঃ- হতে আর কতক্ষণ__বিয়ে হলেই যে এগুলা পড়তে হবে তা কিন্তু নয়...okhy??আচ্ছা এখন চল আজকে থেকেই ঘুরাঘুরি শুরু করতে হবে।
♠এই বলে ঝুমুরকে আবার টেনে আড্ডা স্থলে নিয়ে গেলো রাফি♣
__চলবে___কি???_
Post a Comment