-পিচ্চি চাচাতো বোন যখন অভিমানি বউ-
পার্টঃ-০৬
এদিকে রাফি সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নিচে চলে গেলো। নিচে গিয়ে খাবার টেবিলের কাছে যেতেই দেখলো যে ওর বাবা জনাব আশরাফ চৌধুরী আর ওর মেজো চাচা জনাব আলতাফ চৌধুরী বসে কফি খাচ্ছেন আর ব্যবসা নিয়ে কথা বলতাছে। আর ওর মা আর বাকি চাচিরা রান্না ঘরে কাজ করছে। রাফি গিয়ে ও বাবার মুখা মুখি বসলো।
-----রাফিঃ- Good morning ,আব্বু আর মেঝো চাচু তোমার কি অবস্থা?
-----রাফির আব্বুঃ- Good morning.
-----ঝুমুর আব্বুঃ- ভালো আছি তা তোমার কি খবর??
-----রাফিঃ- এই তো চাচ্চু যেমন দেখচো তেমনই আছি---আম্মু আমার কফি কই?--(জোরালো কন্ঠে)
-----রাফির আম্মুঃ- আনছি তো বাবা একটু অপেক্ষা কর।
-----রাফিঃ- তাড়াতাড়ি নিয়া আসো।
( রাফির আম্মু কফি নিয়ে গেলো)
-----রাফির আব্বুঃ- তা তুমি কি করবে বলে ঠিক করলে? study তো তোমার প্রায়ই সম্পূর্ন।
-----রাফিঃ- আমি তো এখনো কিছু ঠিক করি নাই আব্বু। জানি না কি করবো?
-----ঝুমুর আব্বুঃ- রাফি তাহলে আমাদের অফিসে জয়েন করুক কি বলো বড় ভাইয়া?? ও আর তুষার সবটা সামলাবে--।
-----রাফির আব্বুঃ- কথাটা তুই অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা রাফি তাহলে তুমি কাল থেকে আমাদের অফিসে জয়েন করো।
-----রাফিঃ- ওকে আব্বু।
-----ঝুমুর আব্বুঃ- আচ্ছা বউমা--(তুষার এর বৌ অর্না)--আমার ঝুমুর ঝুমা তুষার ওরা কোথায়??
-----ভাবিঃ- বাবা উনি তো সেই সকালেই অফিসের উদ্দেশ্য বের হয়ে গেছে। আর ঝুমুর নীলার সাথে। ঝুমা এখানেই কোথাও আচে।
-----ঝুমুর আব্বুঃ- ওহহ আচ্ছা। তাহলে আমার ঝুমু আম্মুকে একটু ডেকে দাও।
-----ভাবিঃ- আচ্ছা বাবা।
( অর্না গিয়ে ঝুমুরকে ডেকে দিলো। ঝুমুর এর সাথে নীলাও এলো)
-----ঝুমুঃ- ডেকেছিলে আব্বু?
-----ঝুমুর আব্বৃঃ- হ্যা আম্মু। এখানে আমার পাসে এসে বসো।
3rd person:-( ঝুমুর গিয়ে ওর বাবার পাসে বসলো যেখান থেকে সরাসরি রাফিকে দেখা যায়। রাফি আজকে blue T shirt পরেছে আর কালো ট্রাউজার। চুলগুলা একপাসে সেট করা। ঝুমুর এর তো বুক ধরপর করতাছে রাফিকে দেখে। আর অন্যদিকে রাফি ঝুমুর এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কফির কাপে চুমুক দিচ্ছে। ঝুমুর আজকে বেগুনি রং এর একটা লং কামিজ পরেছে। আর সাথে চুরিদার। রাফি তো পুরাই ক্রাস খাইছে আবার। রাফির মনে তো গান বাজতাছে
---রাফিঃ-♪♪♪♠পরে না চোখের পলক। কি তোমার রুপের জলক। দোহাই লাগে মুখটি তোমার আচলতে ডেকে রাখো। আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাচাতে যে পারবে না আর😅--( মনে মনে)
3rd person:- অন্যদিকে নীলা গিয়ে ওর আব্বুর চোখ চেপে ধরলো। মিঃ আশরাফ মনোযোগ দিয়ো পএিকা পরতেছিলেন। নীলাকে খেয়াল করে নাই। নীলা ইশারায় রাফিকে বললো যাতে করে না বলে। রাফি হাসলো
-----রাফির আব্বুঃ- তুমি আমার নীলা আম্মু তাই না?
-----নীলাঃ- আব্বু তুমি বুঝলে কি করে যে ওটা আমি--(অবাগ হয়ে)
-----রাফির আব্বুঃ- আমার মামনিকে আমি চিনবো না তা কি করে হয় বলো
-----নীলাঃ- এ জন্যই তো তোমাকে এতো ভালোবাসি, Love u abbu.
-----রাফির আব্বুঃ- love you so much আমার সেহজাদি।
-----রাফিঃ- হ্যা হ্যা ইচ্ছেমতো ভালোবাসো আমি তো জোয়ারের পানিতে ভাইসা আইছি।
3rd person:- রাফির কথা শুনে ঝুমুর হিহিহি করে হেসে দিলো। ওর মতো সবাই হেসে দিলো। রাফি ঝুমুর এর দিকে বাকা চোখে তাকালো। রাফির এমন চাহনি দেখে ঝুমুর ভয় পেয়ে ততখনাত হাসি থামাতে গিয়ে কাশতে লাগলো
-----ঝুমুর আব্বুঃ- আরে আরে আস্তে আস্তে আম্মু। এই নাও পানি।--(পানির গ্লাস দিয়ে)
3rd person:- ঝুমুর ওর বাবার থেকে পানির গ্লাস নিয়ে রাফির দিকে তাকিয়ে এক ঢোকে পুরা পানি খেয়ে নিলো। রাফি ওর এমন অবস্থা দেখে হাসতে লাগলো। ঝুমুর চোখ গরম করে রাফির দিকে তাকালো।
-----রাফির আব্বুঃ- কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না। তোমাকেও তো আমি ভালোবাসি আব্বু--(রাফিকে উদ্দেশ্য করে)--কারন তুমি আমার একমাএ পুত্র। তোমাদের দুজনকেই আমি অনেক ভালোবাসি।
-----রাফিঃ- জানি আব্বু বলতে হবে না। আমি মজা করছিলাম।
-----ঝুমুর আব্বুঃ- ঝুমু আম্মু তুমি না কি এ কয়দিন ঠিক মতো খাবার খাও না তা কি ঠিক বলো?
-----ঝুমুঃ- না মানে আসলে আব্বু খাবার খেতে ভালো লাগে না।
-----ঝৃমুর আব্বুঃ- এসব করলে কেমন করে হয় আম্মু বলো। ঠিক মতো খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। দেখো দিন দিন কিরকম শুকিয়ে যাচ্ছো। চোখ মুখ শুকিয়ে একদম বসে গেছে। এখনই তুমি আমার সামনে বসে খাবার খাবে আমি সেটা দেখবো। আমি আর কিছু জানি না।
-----ঝুমু্ঃ- আব্বু আব্বু না--(মিনতি করে)
3rd person:- কিন্তু কে শোনে কার কথা। ঝুমুরের আব্বু ওর আম্মুকে বলে খাবার আনিয়ে একগাদা খাবার ঝুমুকে খাইয়ে ছাড়লো। খাবার খাওয়া শেষে কিছুক্ষণ গল্প গুজব করে যে যার কাজে চলে গেলো। আর এদিকে রাফি ভাবতে লাগলো
-----রাফিঃ- আমার যে আজকে জন্মদিন সেটা কি সবাই ভুলে গেলো না কি। কারো যে কোনো হেল দোল নাই। সে যাই হোক আমি নিজে গিয়ে বলতে যাবো না birthday এর কথা-(মন খারাপ করে)
3rd person:- অনদিকে ঝুমুর এর তত্ত্বাবধানে ওদিকে অগোচরে সব কিছু কমপ্লিট করা হলো। বলতে গেলে সব কাজ ঝুমুই করেছে। এবার শুধু সন্ধ্যা হবার পালা। সারপ্রাইজ প্লান সব রেডি। রাফি সন্ধ্যা বেলা বাহিরে যাবার জন্য বের হওয়ার জন্য তৈরি হলো। একটা লাল রং লর টি শার্ট আর তার সাথে জিন্স প্যান্ট আর চুল গুলা জেল দিয়ে এক দিকে সেট করে নিলো। খুব সুন্দর লাগছে রাফিকে। কিন্তু রাফির মন খারাপ কারন। কেউ তাকে এখনো birthday wise ও করে নাই এখনো। এমনকি তার ফ্রেন্ডরাও না।। তাই এখন নদীর পারে যাবে মনটা ফ্রেস করার জন্য। আর রাতে দেরি করে বাসায় আসবে। রাফির মনে একটা ইচ্ছে ছিলো যে কেউ তাকে wise করুক আর নাই করুক ঝুমুর নিশ্চয়ই করবে। কিন্তু তাও হলো না।
-----রাফির আম্মুঃ- কিরে রাফি কোথাও যাচ্ছিস না কি?
-----রাফিঃ- হ্যা আম্মু আমি একটু বাহিরে যাচ্ছি। ফিরতে একটু দেরি হবে।
-----রাফির আম্মুঃ- আচ্ছা।
3rd person:-( ওনি আর কিছু না বলে চলে গেলো। রাফি অনেকটা অবাগ হলো যে ওর মাও ওকে বাধা দেয় নাই। কৈফিয়াত ও চায় নাই। রাফি আর কিছু না ভেবে বের হতে যাবে তখনই নীলা এসে রাফির সামনে দাড়ালো। এসে বললো)
----নীলাঃ- ভাইয়া কোথাও যাচ্ছো না কি?
-----রাফিঃ- হ্যা একটু বাহিরে যাবো।কেন কিছু বলবি না কি?
-----নীলাঃ- তোমাকে একটা জিনিস দেখাবার ছিলো।
-----রাফিঃ- আচ্ছা। পরে দেখাস ওকো।
-----নীলাঃ- ভাইয়ায়য়া না খুব আরজেন্ট। এখুনি আমার সাথে যাবে তুমি।
-----রাফিঃ- ওকে ওকে বোইন আমার চিল্লাস না। প্লিজ চল।
-----নীলাঃ-wait,,(কালো একটা রুমাল হাতে নিয়ে)--এটা দিয়ে আগে তোমার চোখ বাধতে হবে।
----রাফিঃ-what??No way,, আমি চোখ বাধতে দিবো না। চোখ বাধার কি আছে আজব। ওসব হবে না।
-----নীলাঃ- তুমি যদি আমার কথা না শুনো তাহলে তো জানো আমি কি কি করতে পারি। চিৎকার করে কান্না কাটি শুরু করে দিবো।
-----রাফিঃ- Blackmail করতাছিস? আচ্ছা বাদ নে।
-----নীলাঃ- এই তো আমার sweety brother. এখন চলো চোখ বাধা শেষ।
( তারপরে নীলা রাফিকে নিয়ে বাগানের দিকে চলে গেলো। এখানেই সারপ্রাইজ প্লানটার ব্যবস্থা করা হয়েছে। বাগানের ওদিকে একটা খোলা জায়গা আছে। আর সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। নীলা সেখানে নিয়ে গিয়ে রাফিকে নিয়ে দাড়ালো। রিয়া পাস থেকে এসে ওদের সাথে দাড়ালো। তার ডান পাসে একটা গাছের কোনে এসে ঝুমুর দাঁড়িয়েছে।)
-----নীলাঃ- Are you ready--ভাইয়া??
-----রাফিঃ--(না জানি কি না কি করবে)-- হুম আমি রেডি।
-----নীলাঃ- ওকে ডান--(ভাইয়ার চোখ খুলে দিলাম)--এবার উপরের দিকে তাকাও।
3rd person:- রাফি এবার আকাসের দিকে তাকালো তখনই কয়েকটা ফুলছড়ি উরে এসে আকাসে উড়ে গিয়ে শব্দ করে ফুটে উঠলো। এবং আকাসের বড় করে English এ লেখা উঠলো।
চলবে👉
Post a Comment